বিজ্ঞাপন

‘সুলতানপুর’ নিয়ে প্রশংসা, এরপরও আফসোস

June 8, 2023 | 4:59 pm

আহমেদ জামান শিমুল

গেল শুক্রবার (২ জুন) মুক্তি পেয়েছে সৈকত নাসির পরিচালিত ‘সুলতানপুর’। কাহিনিকার আসাদ জামানের ছবিটি নিয়ে কিছুটা আফসোসের জায়গা রয়ে গেছে। আর এর পিছনে রয়েছে সেন্সর বোর্ডের চালানো কাঁচি।

বিজ্ঞাপন

‘সুলতানপুর’ প্রথমে নির্মিত হয় ‘বর্ডার’ নাম দিয়ে। গেল বছরের ২২ আগস্ট সেন্সর বোর্ডে প্রদর্শিত হয় ছবিটি। কিন্তু বোর্ড ছবিটিকে প্রদর্শনের অনুপোযুক্ত ঘোষণা করে গেল সেপ্টেম্বরে। পরবর্তিতে ছবির নাম ও কিছু দৃশ্য সংশোধন করে জমা দেন পরিচালক। ফলে কিছুটা না অনেকটাই মূল গল্পের আবেদন নষ্ট হয়ে গেছে বলে জানালেন আসাদ জামান।

তিনি বলেন, ‘আমরা চেয়েছিলাম যতটুকু পারা যায় জীবনঘনিষ্ঠ গল্প বলতে, মাটির সঙ্গে লেগে থাকা গল্প। দিন শেষে তো এটা ফিকশন। তাই পুরোপুরি তো মাটির সঙ্গে লেগে থাকা গল্প তো বলা যায় না। যতটা কাছাকাছি যাওয়া যায় চেষ্টা করেছিলাম।’

‘আমরা চেয়েছিলাম বর্ডার এলাকার মানুষের জীবন যাপন, সেখানকার অপরাধ জগত, রাজনৈতিক পরিস্থিতি, মানুষের মধ্যকার ধর্ম নিয়ে ভয় এবং এ ভয়কে পুঁজি করে কিছু মানুষ যে রাজনৈতিক ও নানান ধরণের সুযোগ সুবিধা নিচ্ছে—এগুলো সমাজে কী ধরণের ভয়ংকর প্রভাব ফেলছে, সেগুলো তুলে আনতে।’

বিজ্ঞাপন

সেন্সর বোর্ডের কারণে কতটুকু পরিবর্তন করতে হয়েছিল? ‘খুবই দুঃখের সঙ্গে বলতে চাই যে অনেক কিছুই পরিবর্তন করতে হয়েছিল। যে জিনিসগুলো পরিবর্তন না করলে সিনেমাটা মানুষের কাছে আরও বেশি গ্রহণযোগ্য হত। আরও কাছাকাছি পৌঁছে যেত। তবে যারা ইতোমধ্যে ছবিটা দেখেছেন তাদের অধিকাংশই বলছেন, তারা একটা ভালো গল্প দেখেছেন। এরপরও একটা আফসোস তো থেকেই যায়।’

‘সুলতানপুর’-এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন আশীষ খন্দকার। আরও আছেন সুমন ফারুক, সাঞ্জু জন, অধরা খান, রাশেদ মামুন অপু, মৌমিতা মৌ, শাহিন মৃধা। ছবিটি প্রযোজনা করেছে ম্যাক্সিমাম এন্টারটেইনমেন্ট।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেডএস

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন