বিজ্ঞাপন

গত ৪ অর্থবছরে দেশে বিনিয়োগ ৪৬ মিলিয়ন টাকা

June 8, 2023 | 8:06 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: ২০১৮-২০১৯ থেকে ২০২১-২২ অর্থবছর পর্যন্ত দেশে মোট প্রস্তাবিত বিনিয়োগ ৪৬ লাখ ৯১ হাজার ১৯৪ মিলিয়ন টাকা বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার(৮ জুন) আওয়ামী লীগের সদস্য নুরুন্নবী চৌধুরীর এক প্রশ্নের লিখিত উত্তরে মন্ত্রী এ তথ্য জানান।

আ ক ম মোজাম্মেল হক জানান, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ, বিনিয়োগ বান্ধব নীতি গ্রহণ ও বাস্তবায়ন, প্রণোদনা প্রদান ও অর্থনৈতিক অঞ্চল স্থাপনের কারণে দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) তথ্যমতে, গত চার অর্থবছরে (২০১৮-২০১৯ হতে ২০২১-২০২২) দেশি বিনিয়োগ ৩৪ লাখ ৪৩ হাজার ৯৮৮ মিলিয়ন টাকা। বিদেশ বিনিয়োগ ১২ লাখ ৪৭ হাজার ২০৫ মিলিয়ন টাকা। আর মোট প্রস্তাবিত বিনিয়োগ ৪৬ লাখ ৯১ হাজার ১৯৪ মিলিয়ন টাকা।

বিজ্ঞাপন

বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী ২০১৮-২০১৯ অর্থবছর হতে ২০২১-২০২২ অর্থ বছরে দেশে প্রকৃত বিদেশি বিনিয়োগের পরিমাণ ১৩ লাখ ৩০ হাজার ৪৯৫ মিলিয়ন টাকা বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত এই মন্ত্রী।

বৃহস্পতিবারের প্রশ্ন উত্তর সংসদে উপস্থাপিত হয়। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

বিজ্ঞাপন

সারাবাংলা/এএইচএইচ/এনএস

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন