June 9, 2023 | 2:05 pm
সারাবাংলা ডেস্ক
চট্টগ্রাম ব্যুরো: ২০২২-২৩ সালে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন তিনজন। এরা হলেন-বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক ডা. বিদ্যুৎ বড়ুয়া, রাজ্জাকুল হায়দার চৌধুরী এবং মোজাহিদুল ইসলাম।
বৃহস্পতিবার (০৮ জুন) রাতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কর্মক্ষেত্রে বার্ষিক পেশাগত প্রতিবেদনের ভিত্তিতে সরকার ‘শুদ্ধাচার পুরস্কার’ চালু করেছে। ২০২১ সালের নীতিমালার আলোকে এবার তিনজনকে পুরস্কারের জন্য চূড়ান্ত করা হয়।
পুরস্কারপ্রাপ্তদের মধ্যে বিদ্যুৎ বড়ুয়া চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র হিসেবেও দায়িত্ব পালন করছেন। করোনাকালের শুরুতে চিকিৎসার অপ্রতুলতার মধ্যে তিনি ২০২০ সালের ২১ এপ্রিল থেকে চালু করেন ‘চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল’। মাত্র ১৪ দিনের মধ্যে বেসরকারি উদ্যোগে তিনি দেশের প্রথম এই ফিল্ড হাসপাতাল গড়ে তোলেন। মানবিক ভলান্টিয়ারদের সহযোগিতায় ১৪০ দিন রোগীদের বিনামূল্যে সেবা প্রদান করেন। ১৬শ’র বেশি কোভিড রোগীকে তিনি এই ফিল্ড হাসপাতালে সেবা দিয়ে বিশ্বস্বাস্থ্য সংস্থার প্রশংসা কুড়ান।
করোনাকালে অবদানের জন্য ডা. বিদ্যুৎ বড়ুয়া ‘শেখ হাসিনা ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’, ২০২১ ভারতের ত্রিপুরা রাজ্য থেকে ‘চিকিৎসক রত্ন’, ওয়ালটন গ্রুপের ‘হেলথ হিরো’ ধ্রুবতারা ফাউন্ডেশনের ‘আইডিয়েল ডক্টর অ্যাওয়ার্ড’, চট্টগ্রাম সিটি করপোরেশনের ‘ইয়ূথ আইকন’ খেতাক ছাড়াও বিভিন্ন সংগঠন থেকে সম্মাননা গ্রহণ করেন।
সারাবাংলা/আইসি/ এনইউ