বিজ্ঞাপন

পুলিশ অবতারে নীরব, রহস্যময়ী বুবলি

June 9, 2023 | 3:35 pm

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট

সৈকত নাসির প্রায় দুই বছর আগে শুটিং শেষ করেছেন ‘ক্যাসিনো’ ছবির শুটিং। শাকিব খানের বাইরের গিয়ে প্রথমবারের মত বুবলি এ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন নীরবের। যদিও এর মধ্যে বুবলির অন্য নায়কদের সঙ্গে বেশ কয়েকটি ছবি মুক্তি পেয়েছে। অবশেষে ২০১৯ সালে শুটিং শুরু হওয়া ছবিটি এবার মুক্তির আলো দেখতে যাচ্ছে। এ ঈদে প্রেক্ষাগৃহে দেখা যাবে ছবিটি।

বিজ্ঞাপন

ঈদে মুক্তির অংশ হিসেবে প্রকাশিত হয়েছে ছবিটির টিজার। সে টিজারে কখনও আবেদনময়ী, কখনও রহস্যময়ী এক বুবলীকে দেখা গিয়েছে। এক মিনিটের টিজারের শেষ অংশে তার চোখ টিপ দেওয়া দর্শকদের ধাঁধায় ফেলে দিয়েছে।

অ্যাকশন প্রধান্য পাওয়া টিজারটিতে ছবির মূল বিষয়বস্তু ক্যাসিনোর অন্ধকার জগতও তুলে আনা হয়েছে। পুলিশ কর্মকর্তা নীরবের সঙ্গে টেক্কা দিয়েছেন তাসকিন রহমান।

বিজ্ঞাপন

ছবির গল্প-চিত্রনাট্য লিখেছেন আসাদ জামান। এতে আরও অভিনয় করেছেন দোয়েল ম্যাশ, নিপা আহমেদ রিয়েলি প্রমুখ। সিমপ্লেক্স ইন্টারন্যাশনাল প্রযোজিত ছবিটি পরিবেশনা করবে জাজ মাল্টিমিডিয়া।

সারাবাংলা/এজেডএস

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন