বিজ্ঞাপন

জঙ্গলে উড়োজাহাজ বিধ্বস্তের ৪০ দিন পর ৪ শিশু জীবিত উদ্ধার

June 10, 2023 | 10:57 am

আন্তর্জাতিক ডেস্ক

কলম্বিয়ার গভীর জঙ্গলে বিধ্বস্ত হয়েছিল একটি উড়োজাহাজ। বিধ্বস্তের ৪০ দিন পর চার শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞাপন

গুস্তাভো পেট্রো বলেছেন, ঘন জঙ্গলে উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার পাঁচ সপ্তাহেরও বেশি সময় পর কলম্বিয়ার জঙ্গলে চার শিশুকে জীবিত পাওয়া গেছে। একটি আদিবাসী সম্প্রদায়ের শিশুদের শুক্রবার কলম্বিয়ার ক্যাকুয়েটা এবং গুয়াভিয়ার প্রদেশের মধ্যবর্তী সীমান্তের কাছে সেনাবাহিনী উদ্ধার করেছে।

বিধ্বস্ত হওয়া উড়োজাহাজটি সেসানা-২০৬। আমাজনাস প্রদেশের শহর আরাকুয়ারা থেকে গুয়াভিয়ার প্রদেশের শহর সান জোসে দেল গুয়াভিয়ারে যাচ্ছিল উড়োজাহাজটি। পথে ইঞ্জিনের ত্রুটির কারণে বিধ্বস্ত হয় এটি। উড়োজাহাজে যাত্রীসংখ্যা ছিল সাত।

দুর্ঘটনার ফলে পাইলটসহ তিনজন প্রাপ্তবয়স্ক নিহত হন। তাদের মৃতদেহ উড়োজাহাজের ভেতরে পাওয়া যায়। তবে সে সময় বিমানের আরোহী ১৩, ৯, ৪ বছর এবং ১২ মাস বয়সী চার শিশুকে পাওয়া যায়নি। শিশুদের খুঁজতে জঙ্গলে প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরসহ ১০০ সেনা মোতায়েন করা হয়। শুক্রবার সেনাবাহিনী চার শিশুকে জীবিত উদ্ধার করে।

বিজ্ঞাপন

কলম্বিয়ার জন্য এ ঘটনাকে আনন্দের বলে জানিয়েছেন প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো।

সারাবাংলা/আইই

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন