June 10, 2023 | 11:19 am
স্টাফ করেসপন্টেন্ড
৯টি অঞ্চলের প্রায় ৬৪ জেলার বিতার্কিক ও সংগঠকদের অংশগ্রহণে আগামী ৯-১০ জুন রংপুর পর্যটন মটেলে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইপসন ১০ম এনডিএফ বিডি জাতীয় ইয়ুথ লিডারশিপ ট্রেনিং ক্যাম্প ২০২৩।
ইপসন ১০ম এনডিএফ বিডি জাতীয় ইয়ুথ লিডারশিপ ট্রেনিং ক্যাম্প ২০২৩-এ সারা বাংলাদেশ থেকে প্রায় ১২০ জন লিডার অংশগ্রহণ করবেন। দুই দিনব্যাপী লিডারশিপ ট্রেনিং ক্যাম্পে থাকবে বিভিন্ন ওয়ার্কশপ, টিম টাস্ক, দর্শনীয় স্থান ভ্রমণ এবং সাংস্কৃতিক আয়োজন।এছাড়াও থাকবে এনডিএফ বিডি’র সাংগঠনিক বেশ কিছু কার্যক্রম ।
উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়-এর উপাচার্য প্রফেসর ড. মো. হাসিবুর রশীদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক এবং এনডিএফ বিডির উপদেষ্টা শাহ রেজওয়ান হায়াত। এতে সভাপতিত্ব করবেন ক্যাম্প চেয়ার এবং ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ-এর চেয়ারম্যান একেএম শোয়েব। ক্যাম্প পরিচালনা করবেন এনডিএফ বিডি’র মহাসচিব আশিকুর রহমান আকাশ। প্রধান সমন্বয়ক হিসেবে স্বাগত বক্তব্য দেবেন এনডিএফ বিডি’র চেয়ারম্যান উপদেষ্টা কৃষিবিদ ফিরোজ কবির কিরণ।
লিডারশিপ ট্রেনিং ক্যাম্পের ২য় দিনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক ড. চিত্ররেখা নাজনীন, সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড.আবু সালেহ ওয়াদুদুর রহমান তুহিন,প্রাথমিক শিক্ষা অধিদফতরের বিভাগীয় উপ-পরিচালক মো. মুজাহিদুল ইসলাম প্রমুখ।
সারাবাংলা/আইই