June 10, 2023 | 1:29 pm
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
জয়পুরহাট: জয়পুরহাটে বাড়ির নিরাপত্তার বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্টে শরিফুল ইসলাম ( ৪৭) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (১০ জুন) সকালে কালাই উপজেলার আকন্দ পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত শরিফুল ইসলাম কালাই উপজেলার আকন্দ পাড়া গ্রামের মৃত ফজলে আকন্দের ছেলে।
কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মঈনউদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শরিফুল ইসলামের প্রতিবেশী কিনামউদ্দীন আম চুরি ঠেকাতে ও বাড়তি নিরাপত্তার জন্য প্রতি রাতে বাড়ির চার পাশে খোলা বৈদ্যুতিক তার (জিআই তার) পেঁচিয়ে সেখানে বিদুৎ সংযোগ দিয়ে রাখেন।
শুক্রবার দিবাগত রাতেও কিনামদ্দিন তার বাড়ির চার পাশে পেঁচানো সেই তারে বিদ্যুতের সংযোগ দিয়ে ঘুমিয়ে পড়েন। সকালে শরিফুল ইসলাম কাজের মজুরির টাকার জন্য কিনামউদ্দীনের বাড়িতে যান। এ সময় তিনি কিনামদ্দীনকে ডাকাডাকির এক পর্যায়ে ওই বিদ্যুতায়িত তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
ওসি আরও জানান, এ ঘটনায় কিনামউদ্দীন পলাতক থাকলেও তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। এ ছাড়া তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
সারাবাংলা/ইআ