বিজ্ঞাপন

ষোড়শ সংশোধনী রিভিউয়ে বিদেশি আইনজীবী চায় বাদীপক্ষ

December 18, 2017 | 1:19 pm

স্টাফ করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

ঢাকা :  সংবিধানের ষোড়শ সংশোধনী রিভিউ শুনানিতে আন্তর্জাতিক আইনজীবী নিয়োগের অনুমতি চেয়ে বার কাউন্সিলে আবেদন পাঠিয়েছে বাদীপক্ষ। আইনজীবী একলাছ উদ্দিন ভূঁইয়া ডাকযোগে বার কাউন্সিল চেয়ারম্যান বরাবর এ আবেদন করেন।

এতে বলা হয়, সংবিধানের ষোড়শ সংশোধনীর রিভিউ শুনানীতে ন্যায়বিচারের স্বার্থে বিদেশি আইনজীবী নিয়োগের অনুমতি দেওয়া হোক। আবেদনে ভারতীয় তিন আইনজীবীর নামও সুপারিশ করা হয়।

ভারতীয় সুপ্রিমকোর্টের তিন আইনজীবী হলেন, অ্যাডভোকেট আগারওয়াল আমবুজ, অ্যাডভোকেট আগারওয়াল অনামিকা গুপ্তা ও অধিমোলাম ভেংকটারমন।

বিজ্ঞাপন

চিঠি পাওয়ার দশদিনের মধ্যেই প্রয়োজনীয় নির্দেশনা দিতে বার কাউন্সিলকে অনুরোধও করেছেন আবেদনকারী।

পরে একলাছ উদ্দিন বলেন, যতটুকু জেনেছি রাষ্ট্রপক্ষ স্বল্প সময়ে এ মামলার রায় পুনর্বিবেচনা চেয়ে আবেদন করবে। মামলাটি জনগুরুত্বপূর্ণ। এজন্য আন্তর্জাতিকমানের সংবিধান বিশেষজ্ঞ তিন আইনজীবীর জন্য আবেদন করেছি। তাদের সঙ্গে যোগাযোগ হয়েছে। তারা আমাকে এ  মামলার বিষয়ে সহযোগিতা করবেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেডকে/একে/জেডএফ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন