বিজ্ঞাপন

ময়লার স্তূপে পাওয়া গেল নবজাতক

May 12, 2018 | 1:31 pm

।। সিনিয়র করেসপন্ডেন্ট।।

বিজ্ঞাপন

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ময়লার স্তূপ থেকে এক নবজাতককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।

শনিবার (১২ মে) ভোর ৫টার দিকে জনতা হাউজিং কাঁচাবাজারের পাশে থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুক হোসেন সারাবাংলাকে এই তথ্য জানিয়েছেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ভোরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের এক পরিচ্ছন্নতাকর্মী রবেলা ঝাড়ু দিতে গিয়ে শিশুটির কান্না শুনতে পান। ময়লার স্তূপের দিকে এগিয়ে গেলে নবজাতক কন্যা শিশুটি দেখতে পান। পরে তিনি থানায় খবর দিলে পুলিশ এসে শিশুটিকে উদ্ধার করে। প্রথমে শিশুটিকে মোহাম্মদপুর আরমান হেলথ কেয়ার সেন্টারে ভর্তি করা হয়। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।

ঢামেক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সারাবাংলাকে জানান, কন্যা শিশুটির বয়স একদিন। ফেলে যাওয়া হলেও শিশুটি সুস্থ আছে। ভর্তি হওয়ার দরকার হবে না।

সারাবাংলা/ইউজে/এসআর/এটি

বিজ্ঞাপন

** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন