বিজ্ঞাপন

বহিষ্কৃত ছাত্রদের ‘তাড়াতে’ চমেক ছাত্রাবাসে তল্লাশি

August 2, 2023 | 6:17 pm

স্টাফ করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ছাত্রাবাসে তল্লাশি চালানো হয়েছে। এসময় ছাত্রাবাসে অবৈধভাবে অবস্থান করা বহিষ্কৃত দুই শিক্ষার্থী এবং একজন শিক্ষানবীশ চিকিৎসককে বের করে দেওয়া হয়।

বিজ্ঞাপন

বুধবার (২ আগস্ট) বিকেলে নগরীর চকবাজার থানার চট্টেশ্বরী সড়কে চমেকের প্রধান ছাত্রাবাসে কলেজ কর্তৃপক্ষ পুলিশ নিয়ে অভিযান চালায়।

চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ সাহেনা আক্তার সারাবাংলাকে বলেন, ‘ছাত্রাবাসে কয়েকজন বহিষ্কৃত ছাত্র ও ছাত্রত্ব নেই এমন কয়েকজন অবস্থান করছিল। এর আগেও কয়েকবার তাদের বের করতে তল্লাশি করা হয়েছিল, কিন্তু তখন তাদের পাওয়া যায়নি। আজ (বুধবার) আমরা গিয়ে একজন ইন্টার্ন চিকিৎসক পাই। দুজন বহিষ্কৃত ছাত্র আমাদের দেখে দ্রুত চলে যায়। আমরা তাদের মালামাল বের করে তিনটি কক্ষ সিলগালা করে দিয়েছি।’

কলেজ ক্যাম্পাসে মারামারির কারণে ওই দুই ছাত্রকে বহিষ্কার করা হয়েছিল জানালেও তাদের নাম বলেননি চমেক অধ্যক্ষ।

বিজ্ঞাপন

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের সারাবাংলাকে বলেন, ‘ছাত্রত্ব নেই এমন কয়েকজন ছাত্রাবাসে অবস্থান করছিলেন। কর্তৃপক্ষ গিয়ে তাদের বের করে দিয়েছে।’

গত ফেব্রুয়ারিতে ছাত্রশিবিরের কর্মী সন্দেহে চার ছাত্রকে আটকে মারধরের অভিযোগে কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নিয়েছিল চমেক কর্তৃপক্ষ।

চমেকে আগে থেকেই সাবেক সিটি মেয়র ও চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনের অনুসারী ছাত্রলীগের একটি পক্ষ সক্রিয় ছিল। তবে বর্তমান সময়ে কলেজে স্থানীয় সংসদ সদস্য ও শিক্ষা উপ-মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী একটি পক্ষ হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/আইসি/এনএস

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন