বিজ্ঞাপন

তিতাসের বিক্রয় সহকারীর দেড় কোটি টাকার অবৈধ সম্পদ, দুদকের মামলা

August 2, 2023 | 10:14 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: তিতাস গ্যাস টিঅ্যান্ডডি কোম্পানির সিনিয়র বিক্রয় সহকারী মো. মামুনুর রশীদের বিরুদ্ধে ১ কোটি ৪৪ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন ও ১৫ লাখ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বিজ্ঞাপন

বুধবার (২ আগস্ট) কমিশনের উপ-পরিচালক মো. আলী আকবর দুদকের ঢাকার সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৯ সালে দুদকে সম্পদ বিবরণী জমা দেন আসামি মামুনুর রশীদ। যেখানে নিজ নামে মোট ১ কোটি ৮৭ লাখ ৭৩ হাজার টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের ঘোষণা দেন। সেখানে ১৫ লাখ টাকার স্থাবর সম্পদের তথ্য আসামি গোপন করেছেন বলে প্রমাণ মিলেছে। ওই সম্পদের বাইরে ১ কোটি ৪৪ লাখ ৩০ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া গেছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসজে/পিটিএম

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন