August 4, 2023 | 6:36 pm
আন্তর্জাতিক ডেস্ক
কৃষ্ণ সাগরে ইউক্রেনের নৌবাহিনীর পরিচালিত ড্রোন হামলায় রাশিয়ার একটি সামরিক জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। রাশিয়ার ক্রাসনোদর অঞ্চলের কৃষ্ণ সাগর বন্দর শহর নভোরোসিস্কের কাছে এ ঘটনা ঘটে। রাশিয়ার রফতানির প্রধান কেন্দ্র নভোরোসিয়েস্ক।
শুক্রবার (৪ আগস্ট) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, তারা নৌঘাঁটিতে ইউক্রেনের একটি আক্রমণ প্রতিহত করেছে। এ হামলায় ইউক্রেনের দুটি সামুদ্রিক ড্রোন জড়িত। তবে কোনো ক্ষয়ক্ষতির তথ্য স্বীকার করেনি রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।
কিন্তু ইউক্রেনের নিরাপত্তা বিভাগের সূত্রগুলোর দাবি, রাশিয়ার ওলেনেগর্স্কি গোর্নিয়াক নামক জাহাজে ড্রোন আঘাত হেনেছে। এতে জাহাজটির গুরুতর ক্ষতি হয়েছে।
ইউক্রেনীয় প্রতিরক্ষা সূত্রগুলোর দাবি, একটি সামুদ্রিক ড্রোন ৪৫০ কেজি ডিনামাইট নিয়ে জাহাজটিতে আঘাত হানে। উল্লেখ্য, সামুদ্রিক ড্রোন হলো ছোট, মনুষ্যবিহীন বিমান যা জলের পৃষ্ঠের উপর বা জলের চলাচলে সক্ষম।
এদিকে রুশ সরকার নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যম আরটির প্রতিবেদনে বার্তা সংস্থা রিয়া নোভোস্তির বরাতে বলা হয়েছে, ওই এলাকায় কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে কর্তৃপক্ষ বিস্তারিত তথ্য জানায়নি।
সারাবাংলা/আইই