হাওয়াইয়ে দাবানলে ৫৫ প্রাণহানি
১১ আগস্ট ২০২৩ ১৭:৩২ | আপডেট: ১১ আগস্ট ২০২৩ ১৮:৩৩
মার্কিন যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের মাউই দ্বীপে ভয়াবহ দাবানলে মৃতের সংখ্যা অর্ধশত ছাড়িয়েছে। সর্বশেষ খবর অনুযায়ী দাবানলে মারা গেছেন ৫৫ জন। দ্বীপটির প্রধান পর্যটন শহর লাহাইনায় দাবানল ব্যাপক আকারে ছড়িয়েছে।
মাউয়ের ছড়িয়ে পড়া দাবানল হাওয়াইয়ের ইতিহাসে অন্যতম বড় প্রাকৃতিক দুর্যোগ। গভর্নমেন্ট জোশ গ্রিন জানিয়েছে, দাবানলে কয়েক হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এবং বিভিন্ন কমিউনিটি নিশ্চিহ্ন হয়ে গেছে৷
শুক্রবার সর্বশেষ খবর অনুযায়ী মৃতের সংখ্যা ৫৫। দ্বীপ জুড়ে অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত থাকায় এই সংখ্যা বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
মাউইতে জ্বলতে থাকা আগুনের কোনোটিই পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।
মাউয়ের পর্যটন কেন্দ্র ও ঐতিহাসিক তিমি শিকারিদের গ্রাম লাহাইনা টাউন দাবানলে নিশ্চিহ্ন হয়ে গেছে। স্থানীয় সরকার জানিয়েছে, টাউনের কিছুই আর অবশিষ্ট নেই। বৃহস্পতিবার মেয়র রিচার্ড বিসেন বলেছেন, পুরোটাই পুড়ে গেছে।
সিএনএন-এর প্রধান জলবায়ু সংবাদদাতা বিল ওয়েয়ার এই দৃশ্যের বর্ণনা দিয়ে বলেছেন, সমস্ত আইকনিক ভবনগুলো হয় চ্যাপ্টা বা শুধু ঝলসে যাওয়া কঙ্কাল।
সারাবাংলা/আইই