বিজ্ঞাপন

কিয়েভে রুশ মিসাইল হামলা

August 11, 2023 | 6:32 pm

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার (১১ আগস্ট) ইউক্রেনের রাজধানী কিয়েভসহ বিভিন্ন বড় শহরে মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া। এতে কিয়েভজুড়ে বিমান হামলার সতর্কবার্তা জারি করা হয়েছে।

বিজ্ঞাপন

কিয়েভের মেয়র ভিটালি ক্লিটশ্চকো জানিয়েছেন, মিসাইল হামলায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা ভূপাতিত একটি মিসাইলের ধ্বংসাবশেষ একটি শিশু হাসপাতালের উপর পড়েছে। এতে হাসপাতাল ভবনটি ক্ষতিগ্রস্ত হয়েছে।

মেয়র কিয়েভের বাসিন্দাদের রুশ হাইপারসনিক মিসাইলের সতর্কবার্তা দিয়ে নিরাপদ আশ্রয়ে থাকার আহ্বান জানিয়েছেন।

এদিকে গত ২৪ ঘণ্টা ধরে কিয়েভে থেমে থেমে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদকরা জানিয়েছেন। কিয়েভ ছাড়াও খারকিভ ও ইউক্রেনের পশ্চিমে ইভানো ফ্রাঙ্কিভস্ক শহরে মিসাইল ও গোলাগুলির শব্দ শোনা গেছে। ইভানো-ফ্রাঙ্কিভস্ক শহরে গোলাগুলিতে আট বছরের একটি শিশু নিহত হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/আইই

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন