August 12, 2023 | 7:17 pm
সিনিয়র করেসপন্ডেন্ট
ঢাকা: বিএনপির নেতাদের উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তত্ত্বাবধায়ক হবে না। প্রধানমন্ত্রী পদত্যাগ করবেন না। সরকার পদত্যাগ করবে না। পার্লামেন্ট বিলুপ্ত হবে না। নির্বাচন কমিশন স্বাধীন, পছন্দ হলে নির্বাচনে আসুন। না হয় যা ইচ্ছে তাই করুন। আগুন নিয়ে খেলতে আসবেন না, আগুন নিয়ে খেলতে এলে প্রতিহত করা হবে।
শনিবার (১২ আগস্ট) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
বিএনপি নেতাদের উদ্দেশে বলেন, ‘যে ইনডেমনিটি আইন পাস করে যিনি খুনীদের পুরষ্কৃত করে বিদেশি দূতাবাসে চাকরি দেয়, যে খুনীদের নিরাপদে দেশের বাইরে পাঠান রাতের অন্ধকারে। সেই জিয়াউর রহমান পঞ্চম সংশোধনী আনলেন। আজকে মির্জা আব্বাস বলে সংবিধান আমরা মানি না। এটা নাকি কাঁটাছেড়া করেছি আমরা। কাঁটাছেড়া আমরা করিনি। কাটাঁছেড়া করেছে সেনাপতিরা।’
জিয়াউর রহমানকে কাঁটাছেড়ার নায়ক দাবি করে ওবায়দুল কাদের বলেন, ‘বিচারপতি খায়রুল হক বিবেকের রায়ে সংবিধানকে যথাস্থানে প্রতিস্থাপন করেছেন। এখন বিএনপি বলে তা খায়রুল হকের সংবিধান। পঞ্চম সংশোধনী বাদ দেওয়া খায়রুল হকের অপরাধ?’
বিএনপির উদ্দেশে বলেন, ‘২০১৪, ২০১৫ আর ২০২৩ সাল কিন্তু এক নয়। ফখরুল সাহেব যত লাফালাফি করেন লাভ নাই। আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠে আছে, থাকবে। খেলা হবে। নির্বাচনে খেলা হবে, নির্বাচনে আগুন নিয়ে খেলা হবে না। খেলা হবে ভোটাভুটিতে, জনগণের ভোটে আসল খেলা হবে।’
সারাবিশ্ব বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘আর বিএনপি অন্তরজ্বালায় মরে। হাসিনাকে ক্ষমতায় থাকতে দেবে না। ক্ষমতা কি আপনার বাপ-দাদার? ক্ষমতার মালিক আল্লাহপাক আর এই দেশের জনগণ। বিএনপি নিজেরাই ক্ষমতায় যেতে পারে না। আবার কথা বলে বড় বড়।’
এক দফা খাদে পড়ে মরণ যন্ত্রণায় ছটফট করছে। খাদে পড়ে গেছে। বিএনপি এখন মিছিল ডাকলে মিছিল লম্বায় কমে যায় প্রস্থে বেড়ে যায়। তার মানে নেতাকর্মীরাসহ ফার্স্ট লাইনে চলে আসে বলে জানান তিনি।
বিএনপি তাদের সঙ্গে সহাবস্থান করার একটা রাস্তাও খোলা রাখেননি উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘আমরা তোমাদের প্রতিপক্ষ ভাবি, তোমরা আমাদের শত্রু ভাব। শত্রুর সঙ্গে কিভাবে সহাবস্থান হবে?’
করোনা অতিমারির চিকৎসকদের ভূমিকার কথাও স্বীকার করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। স্বাচিপের সভাপতি জামাল উদ্দীন চৌধুরী সভায় সভাপতিত্ব করেন এবং মহাসচিব কামরুল হাসানের সঞ্চালনা করেন।
সারাবাংলা/এনআর/ইআ