বিজ্ঞাপন

ইউক্রেনে মিসাইল হামলা, রাশিয়ায় ড্রোন

August 19, 2023 | 5:50 pm

আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৯০ জন। শনিবার (১৯ আগস্ট) চেরনিহিভ শহরের কেন্দ্রে রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হানে। ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর ক্লাইমেনকো ক্ষেপণাস্ত্র হামলার তথ্য জানিয়েছেন।

বিজ্ঞাপন

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ হামলার নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, একটি থিয়েটার এবং একটি বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি ভবনে ক্ষেপণাস্ত্র আঘাত হানে।

এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনের একটি ড্রোন রাশিয়ার নোভগোরোড অঞ্চলের একটি সামরিক বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে। এতে বিমানঘাঁটিতে আগুন লেগে যায় এবং একটি যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়।

রুশ মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনীয় ড্রোন হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুন দ্রুত নিভিয়ে ফেলা হয়েছে। নভগোরড অঞ্চলটি মস্কোর উত্তর-পশ্চিমে ইউক্রেনের সীমান্ত থেকে কয়েকশ কিলোমিটার দূরে অবস্থিত।

বিজ্ঞাপন

সারাবাংলা/আইই

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন