বিজ্ঞাপন

রসিক নির্বাচনে এরশাদ প্রভাব বিস্তার করছেন : ফখরুল

December 18, 2017 | 4:34 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

রংপুর : রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে এইচ এম এরশাদের বিরুদ্ধে ‘প্রভাব বিস্তার’ এর অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দুপুরে নির্বাচনী প্রচারণায় নেমে শহরের সিও বাজারে বর্ডার গার্ড মার্কেটে এক পথ সভায় বিএনপি মহাসচিব এই অভিযোগ করেন।

তিনি বলেন, ‘এই রংপুরে আপনাদের একজন নিজস্ব ছাওয়াল আছেন। যে ছাওয়াল এখানে আছেন, তিনি আপনাদের রংপুরে কিছুই করেন নাই। আজকে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সঙ্গে একমত হয়ে, এক জোট হয়ে তাদেরকে সঙ্গে নিয়ে তিনি কাজ করছেন।’

বিজ্ঞাপন

‘তিনি (এরশাদ) আজকে আমার সঙ্গে এসেছেন (একই বিমানে), পতাকা নিয়ে এসেছেন। পতাকা নিয়ে অর্থাৎ এই সরকারের সঙ্গে এক হয়েছেন। যে সরকার আমার ছেলেদের খুন করেছে, যে সরকার আমার মায়ের বুক খালি করেছে, তাদের সাথে কোনো আপস নাই। ২১ তারিখ সকলে ধানের শীষে বাবলা ভাইকে ভোট দেবেন।’

এর আগে সোমবার সকালে জাতীয় পার্টির চেয়ারম্যামন হুসেইন মুহাম্মদ এরশাদ ঢাকা থেকে ইউএস বাংলা এয়ার লাইনসের একটি ফ্লাইটে সৈয়দপুর আসেন। এই বিমানে বিএনপি মহাসচিবও ছিলেন। তাদের মধ্যে কুশল বিনিময় হলেও কোনো কথা হয়নি।

সকালে সৈয়দপুর এসে বেলা ১টার দিকে সিও বাজার থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন বিএনপি মহাসচিব। এরপর তিনি কাঁচারি বাজার ও পায়রা চত্বরেও গণসংযোগ ও পথসভায় বক্তব্য রাখেন।

বিজ্ঞাপন

২১ ডিসেম্বর ভোট কেন্দ্র পাহারা দেওয়ার জন্য দলের নেতা-কর্মীদের নির্দেশ দিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘২১ তারিখ সবাই ধৈর্য্য’র  সঙ্গে নিয়ম-শৃঙ্খলার মেনে ধানের শীষে ভোট দেবেন। ভোটকেন্দ্রগুলো পাহারা দেবেন। ভোট চুরি করতে দেবেন না।’

তিনি বলেন, ‘আমার বাড়ি ঠাকুরগাঁও। রংপুরের সাথে আমার আত্মার সম্পর্ক আছে, সেজন্য আমি এতো অসুবিধা সত্ত্বেও ফ্লাইট বিলম্বের পরও এখানে এসেছি। এই নির্বাচন শুধু রংপুর সিটি নির্বাচন নয়, এটি দেশের রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন।’

‘এই নির্বাচনের মধ্য দিয়ে সরকার পরিবর্তন হবে না। কিন্তু আমাদের বুকের ওপর যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার চেপে বসেছে, তাদেরকে আমরা একটা মেসেজ দিতে পারি- তোমাদেরকে এদেশের জনগণ আর চায় না। এখন রংপুরের মানুষকে সিদ্ধান্ত নিতে হবে আপনারা কি শান্তির পক্ষে থাকবেন, না ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের যাঁতাকলে থাকবেন?’— বলেন ফখরুল।

তিনি বলেন,  ‘এই ডিসেম্বর মাসে আমরা বিজয় অর্জন করেছিলাম। পাকিস্তান হানাদারদের বিরুদ্ধে ৯ মাস যুদ্ধ করে এদেশে স্বাধীন করেছিলাম- কেন? আমি আমার অধিকারকে প্রয়োগ করতে পারব, আমি আমার বাসস্থান পাব, অন্ন পাব, আমার বস্ত্র পাব, স্বাস্থ্য সেবা পাব। কিন্তু আজকে পয়সা না দিলে, ঘুষ না দিলে কোথাও কোনো সুযোগ নাই।’

বিজ্ঞাপন

সিও বাজার থেকে রিকশায় চড়ে প্রার্থীকে নিয়ে গণসংযোগ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কাঁচারি বাজারে এসে এক পথসভায় বক্তব্য রেখে প্রার্থী বাবলার হাতে ধানের শীষের প্রতীক তুলে দেন তিনি।

এ সময় উপস্থিতি ছিলেন সিটি নির্বাচন পরিচালনা কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক বিএনপির ভাইস চেয়ারম্যান ইকবাল হাসান মাহমুদ টুকু, দলটির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদিন ফারুক, সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, সহ-সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান, জাহাঙ্গীর আলম, ছাত্র দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আবদুল খালেক, চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান, কেন্দ্রীয় নেতা আনোয়ার হোসেইন, আমিনুল ইসলাম, ফরহাদ হোসেন আজাদ, সাইয়েদা রহমান জ্যোৎস্না, নুর মোহাম্মদ মণ্ডল, জেলা সভাপতিা সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক রইস আহমেদ, মহানগর সভাপতি মোজাফফর হোসেন, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম মিজু, অঙ্গসংগঠনের মধ্যে আবদুস সালাম, আনিসুর রহমান লাকু, নাজমুল আলম নাজু, শামসুল হক ঝন্টু, শাহনাজ পারভিন শাহিন, মাহফুজ উন নবী ডন, মনিরুজ্জামান হিযবুল, নুর হাসান সুমন, জাকারিয়া ইসলাম জিম, ছাইফুর রাজ চৌধুরী, জসিম উদ্দিন প্রমুখ।

সারাবাংলা/এজেড

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন