বিজ্ঞাপন

শেষ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্যোৎসব

December 18, 2017 | 5:06 pm

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

‘আমরা ফুরিয়ে যাই তোমাদের তরে অফুরান হতে’ এই প্রতিপাদ্য নিয়ে গত ১১ ডিসেম্বর শুরু হয় ‘১২তম ঢাকা বিশ্ববিদ্যালয় বার্ষিক কেন্দ্রীয় নাট্যোৎসব’। ৮ দিনব্যাপী এই নাট্যোৎসবের পর্দা নামছে আজ।

এবারের উৎসবে নাট্যকলা বিভাগের স্নাতক সমাপনী সেমিস্টারের শিক্ষার্থীদের নির্দেশিত ১৭টি নাটক ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে মঞ্চস্থ হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, সৈয়দ ওয়ালীউল্লাহ, আহমদ ছফা, আখতারুজ্জামান ইলিয়াস, সেলিম আল দীন, আব্দুল্লাহ আল মামুন, বাদল সরকার, মমতাজউদ্দিন আহমদ প্রমুখ বাংলা সাহিত্যের কালজয়ী লেখকের সাহিত্যকর্মের নাট্যরূপ উপস্থাপিত হচ্ছে।

আজ সোমবার সমাপনী সন্ধ্যায় মঞ্চের আলোয় আসবে আখতারুজ্জামান ইলিয়াসের ছোটগল্প অবলম্বনে নাটক ‘তারাবিবির মরদ পোলা’। নাটকটির নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন রাগীব নাঈম।

বিজ্ঞাপন

উৎসবের পর্দা নামবে মমতাজউদদীন আহমদের ‘কী চাহ শঙ্খচিল’ নাটকটির মাধ্যমে। এটির নির্দেশনায় রয়েছেন কীর্তি বিজয়া।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ-মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. মো: আব্দুর রাজ্জাক এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন, ডার্ড গ্রুপের পরিচালক শিকওয়া নাজনীন। সমাপনী বক্তব্য রাখবেন নাট্যজন রামেন্দু মজুমদার। সভাপতিত্ব করবেন থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. আহমেদুল কবির।

সারাবাংলা/টিএস/কেবিএন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন