বিজ্ঞাপন

দুই রাজকে নিয়ে রাজের ‘ওমর’

September 16, 2023 | 2:56 pm

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট

শরিফুল রাজ ও রাজু রাজ─একজন চিত্রনায়ক, আরেকজন চিত্রগ্রাহক। এদেরকে নিয়ে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ নির্মাণ করবেন ‘ওমর’। রাজ তার নিজের এ ছবিটির ব্যাপারে ঘোষণা কয়েক মাস আগে দিলেও এবারই কলাকুশলীর নাম প্রকাশ করলেন।

বিজ্ঞাপন

শনিবার (১৬ সেপ্টেম্বর) ফেসবুকে কিছু ছবি প্রকাশের মাধ্যমে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ নামগুলো প্রকাশ করেন। রাজের প্রকাশিত নামের তালিকায় আরও রয়েছেন নাসির উদ্দিন খান।

রাজ বলেন, “ওমর’ সিনেমার নাম ভূমিকায় যাকে নির্বাচন করেছি, তার সঙ্গে আমার নামের মিল আছে। আমি রাজ, সে-ও রাজ। শরিফুল রাজ। ‘ওমর’ সিনেমার ওমর হয়ে দর্শকদের সামনে আসবেন রাজ। আমার নতুন সিনেমার নাম ভূমিকায় তাকে পেয়ে আমি খুশি। সেই সঙ্গে অনেক আশাবাদী। রাজের অভিনয় নৈপুণ্য নিয়ে আলাদাভাবে বলার কিছু নেই।”

বিজ্ঞাপন

দুই রাজকে নিয়ে রাজের ‘ওমর’

তিনি আরও বলেন, এই সিনেমার চিত্রগ্রাহক হিসেবে যিনি থাকছেন, তার নামও রাজ, রাজু রাজ! বলা নিষ্প্রয়োজন, একসঙ্গে এত রাজের সমাহার এর আগে কখনও দেখা যায়নি।

বিজ্ঞাপন

গত ৫ আগস্ট সিনেমাটিতে যুক্ত হন দেশের তিন জাঁদরেল অভিনেতা শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু ও নাসির উদ্দিন খান। রাজ জানিয়েছেন, ছবিটি নিয়ে দুই বছর ধরে কাজ করছেন তিনি। শিগগিরই নামবেন শুটিংয়ে। সব কিছু পরিকল্পনামাফিক হলে চলতি বছরই ছবিটি মুক্তি দেওয়ার ইচ্ছে রয়েছে এই নির্মাতার।

‘ওমর’ নির্মিত হচ্ছে খোরশেদ আলমের প্রযোজনায় মাস্টার কমিউনিকেশনস-এর ব্যানারে। সিদ্দিক আহমেদের চিত্রনাট্যে সিনেমাটোগ্রাফিতে থাকছেন রাজু রাজ। আর সংগীত পরিচালনার দায়িত্ব পেয়েছেন নাভেদ পারভেজ ও স্যাভি।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেডএস

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন