বিজ্ঞাপন

মিলল ভারত থেকে ডিম আমদানির অনুমতি

September 18, 2023 | 1:52 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: ভারত থেকে ৪ কোটি ডিম আমদানির অনুমোদন দিয়েছে সরকার। ডিমের বাজারে স্থিতিশীল রাখতে চার প্রতিষ্ঠানকে এ অনুমতি দেওয়া হয়।

বিজ্ঞাপন

সোমবার (১৮ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয় সূত্র সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

যে ৪টি প্রতিষ্ঠানকে আমদানির অনুমতি দেওয়া হয়েছে সেগুলো হলো, মেসার্স মীম এন্টারপ্রাইজ, প্রাইম এনার্জি ইম্পোর্টার্স এনবড সাপ্লাইয়ার্স, টাইগার ট্রেডিং এবং অর্ণব ট্রেডিং লিমিটেড।

বিজ্ঞাপন

জানা গেছে, দেশের ডিমের বাজারে স্থিতিশীল করতে ভারত থেকে চার কোটি ডিম আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। চার প্রতিষ্ঠানের আবেদনের পরিপ্রেক্ষিতে এই অনুমোদন দেওয়া হয়। প্রতিটি প্রতিষ্ঠানকে এক কোটি করে ডিম আমদানি করবে। বাজার পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

আমদানি করা ডিম খুচরা পর্যায়ে সরকার নির্ধারিত দাম প্রতি পিস ১২ টাকায় বিক্রি হবে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, এর আগে ১৪ সেপ্টেম্বর খুচরাপর্যায়ে প্রতিটি ডিমের দাম ১২ টাকা নির্ধারণ করে দেয় সরকার। তারপরও বাজারে কমেনি ডিমের দাম বরং বাজারে প্রতিটি ডিম বিক্রি হচ্ছে ১৪ থেকে ১৫ টাকা। এই অবস্থা থেকে উত্তরণে সরকার শেষপর্যন্ত ডিম আমদানির অনুমতি দিলো।

সারাবাংলা/জিএস/এমও

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন