September 18, 2023 | 2:58 pm
স্টাফ করেসপন্ডেন্ট
ঢাকা: শতাধিক গান অনুমতি ছাড়া বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহার করার অভিযোগে কাইনেটিক নেটওয়ার্ক প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর (এমডি) আশিকুন নবী ও ডিরেক্টর আশিফুন নবীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (১৮ সেপ্টেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামানের আদালতে কপিরাইট আইনে মামলাটির আবেদন করেন মাইলস ব্যান্ডের কণ্ঠশিল্পী, সুরকার ও গীতিকার মো. শাফিন আহমেদ।
এ সময় আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আগামী ৫ নভেম্বর আসামিদের আদালতে হাজির হতে সমন জারি করেছেন।
সংশ্লিষ্ট আদালতের অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল মামলা দায়ের বিষয়টি নিশ্চিত করেন।
জানা যায়, ভুক্তভোগী শাফিন আহমেদের গাওয়া শতাধিক গান অনুমতি ছাড়া বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ইউটিউব, আমাজন, আই টিউনস, এ্যাপল মিউজিক প্রচার করে অপরাধ করেছে বলে অভিযোগ করা হয়।
সারাবাংলা/এআই/ইআ