বিজ্ঞাপন

রাশিয়া সফরে চীনের পররাষ্ট্রমন্ত্রী

September 18, 2023 | 3:32 pm

আন্তর্জাতিক ডেস্ক

চীনের শীর্ষ কূটনীতিক ওয়াং ই নিরাপত্তা আলোচনার জন্য রাশিয়া সফর করছেন। ইউক্রেন যুদ্ধের জন্য অব্যাহত সমর্থন চাইছে মস্কো। এসময় নিরাপত্তা আলোচনায় চীনের পররাষ্ট্রমন্ত্রীর মস্কো সফর তাৎপর্যপূর্ণ।

বিজ্ঞাপন

মস্কোর ঘনিষ্ঠ মিত্র বেইজিংয়ের বিরুদ্ধে যুদ্ধের সময় পরোক্ষভাবে রাশিয়াকে সমর্থন করার অভিযোগ রয়েছে। যদিও বরাবরই তা অস্বীকার করে দুই পক্ষকেই আলোচনার মাধ্যমে সংঘর্ষ ত্যাগের আহ্বান জানিয়ে আসছে বেইজিং।

রুশ মিডিয়া বলেছে, চীনের পররাষ্ট্রমন্ত্রীর মস্কো সফর পুতিনের জন্য শিগগিরই বেইজিংয়ে একটি যুগান্তকারী সফরের জন্য ভিত্তি তৈরি করবে।

বিজ্ঞাপন

এই মাসের শুরুর দিকে পুতিন বলেছিলেন, তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দেখা করবেন বলে আশা করছেন।

ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগে গত মার্চে আন্তর্জাতিক অপরাধ আদালত পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। এর পর থেকে তিনি বিদেশ ভ্রমণ করেননি। পুতিন সর্বশেষ ২০২২ সালের ডিসেম্বরে বেলারুশ এবং কিরগিজস্তান সফর করেছিলেন। ওই দুই সফরই ছিল তার সর্বশেষ বিদেশ সফর।

বিজ্ঞাপন

মস্কো যাওয়ার আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের সঙ্গে দুই দিনের বৈঠক করে চীনের পররাষ্ট্রমন্ত্রী। মাল্টায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। জ্যাক সুলিভানের সঙ্গে বৈঠকের পরপর রাশিয়ায় দুই দিনের সফরে গেলেন ওয়েং ই।

সারাবাংলা/আইই

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন