বিজ্ঞাপন

কারস্টেনের মত নিয়েই নতুন কোচ?

May 15, 2018 | 3:17 pm

স্পেশাল করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ভারতের বিশ্বকাপজয়ী কোচ গ্যারি কারস্টেন শুরু থেকেই কোচ হিসেবে বিসিবির শ্যেন দৃষ্টিতে ছিলেন। তবে সাবেক এই দক্ষিণ আফ্রিকান আগেই জানিয়ে দিয়েছিলেন পূর্ণকালীন কিছুতে তিনি যুক্ত হবেন না। বিসিবি সেসময় তাকে খণ্ডকালীন পরামর্শক হওয়ার প্রস্তাব দিয়েছিল। কারস্টেনও তাতেই রাজি, গর্ডন গ্রিনিজের সংবর্ধনা অনুষ্ঠানে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন নিশ্চিত করেছেন, শিগগির বাংলাদেশে আসছেন কারস্টেন।

প্রধান কোচ নির্বাচনও কারস্টেনের মত নিয়েই করা হবে। নাজমুল হাসান জানিয়েছেন, কারস্টেনকে এ ব্যাপারে জানানো হয়েছে, ‘সে (গ্যারি কারস্টেন) একটা পর্যবেক্ষণ করছে। বাংলাদেশের কোচ কি ধরনের হলে ভালো হয় সেটা তার (কারস্টেন) মতো করে দেখছে। খেলোয়াড়দের ইন্টারভিউ করছে, কোচিং স্টাফদের সঙ্গে, আমার সঙ্গে কথা বলছে।’

তারমানে বাংলাদেশের কোচ কারস্টেনই ফাইনাল করবেন? নাজমুল বললেন, সেরকম কিছু নয়, ‘না না, সে তার প্রস্তাব দেবে। তার কাছে কিছু লিস্ট রয়েছে। আমাদের লিস্টটা নিয়ে এবং তার লিস্টটা মিলিয়ে আমাদের কাছে একটি প্রেজেন্টশন দেবে। তারপরও আমরা ফাইনাল করবো। আমাদের জন্য সেটা সুবিধা হবে।’

বিজ্ঞাপন

এর মধ্যে তিন জন কোচকে শর্টলিস্টে রাখা হয়েছে, সেটাও বললেন নাজমুল হাসান। তবে কারো নাম আলাদা করে বললেন না। ওয়েস্ট ইন্ডিজ সফরের আগেই যে কোচ পেয়ে যাবে মাশরাফি-তামিম-সাকিব-মুশফিকরা, সেটা নিশ্চিত করে বলতে পারলেন না বিসিবি প্রধান।

তিনি যোগ করেন, ‘ওয়েস্ট ইন্ডিজের আগেই কোচ আনা উচিত। না হওয়ার কথা নয়। কিন্তু কিছুই তো বলা যায় না। এর আগে তো একটা সময় আমরা ফাইনাল করেই ফেলেছিলাম। শেষ মুহূর্তে এসে বলে দিল পরিবার রাজি হচ্ছে না (পল ফারব্রেস)। সুতরাং কোচ না আসা পর্যন্ত তো কিছুই বলা যাচ্ছে না। এ কারণে আমাদেরও কিছু সময় নষ্ট হয়েছে।’

এখন যাকে নেওয়া হবে, সেখানে কারস্টেনের মত প্রাধান্য পাবে, নিশ্চিত করলেন বিসিবি সভাপতি, ‘কারস্টেন আসলে জানতে চায় আমাদের জন্য কি ধরনের কোচ দরকার। জাতীয় দল, একাডেমির জন্য কি কোচ দরকার, প্রধান কোচ কেমন হওয়া উচিত এসব বিষয়গুলোর উপর ধারনা নিয়ে সে (কারস্টেন) একজনকে খুঁজে বের করতে চায়।’

বিজ্ঞাপন

অনেক দিন ধরেই তো এটা চাইছে বিসিবি, এবার তা পূর্ণ পেলেই হয়।

সারাবাংলা/এএম/এমআরপি

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন