ফাইল ছবি
September 25, 2023 | 10:28 pm
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
বাগেরহাট: বাগেরহাটের ফকিরহাটে গাছের ডাল পড়ে শাহিদুল ইসলাম (৩৫) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বাহিরদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহিদুল ইসলাম আট্টাকী এলাকার আ. মালেকের ছেলে।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আলীমুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় লোকজন জানান, শ্রমিক শাহিদুল ইসলাম বাহিরদিয়া এলাকায় একটি মেহগনি গাছ কাটার সময় হঠাৎ তার মাথায় একটি মোটা ডাল ভেঙে পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. সবুজ শেখ জানান, ওই শ্রমিককে হাসপাতালে আনার আগেই তার মৃত হয়েছে।
আলীমুজ্জামান জানান, মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তার পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
সারাবাংলা/এনইউ