বিজ্ঞাপন

ভারতকে আফগানিস্তানের চ্যালেঞ্জ

May 15, 2018 | 4:57 pm

সারাবাংলা ডেস্ক ।।

বিজ্ঞাপন

টেস্ট ক্রিকেটে যাত্রা করবে আফগানিস্তান। ঐতিহাসিক টেস্ট খেলবে ক্রিকেটের অন্যতম শক্তি ভারতের বিপক্ষে। ভারতের বিপক্ষে তাদের মাঠে টেস্ট মোকাবিলা করা কঠিন হবে, তবে ছাড় দেবে না আফগানরাও। স্পিন অ্যাটাক দিয়েই ভারতকে মোকাবিলা করবে বলে জানিয়েছেন আফগান অধিনায়ক আসগর স্তানিকজাই।

ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে আফগানিস্তান। আগামী ১৪ জুন বেঙ্গালুরুতে স্বাগতিক ভারতের বিপক্ষে নিজেদের অভিষেক টেস্টে শুরুটা ভালোভাবেই করতে চায় টেস্ট ক্রিকেটে সদ্য অনুমতি পাওয়া দলটি। ভারতীয় ব্যাটসম্যানদের বিপক্ষে তাই আগেভাগেই বোলিং পরিকল্পনা করছেন আফগান অধিনায়ক স্তানিকজাই। দলে থাকা বিশ্বমানের স্পিনারদের নিয়েই পরিকল্পনা করছেন তিনি।

ভারতের মাঠিতে তাদের মোকাবিলা অনেক কঠিন হলেও ভালো অভিজ্ঞতা হবে বলে মনে করছেন স্তানিকজাই, ‘ভারতীয় দলে যারাই খেলুক, সবাই জানে তারা কতোটা শক্তিশালী। এই সিরিজে আমরা ভালো কিছু অভিজ্ঞতা পাবো কিন্তু এর মানে এই নয় যে, আমরা চ্যালেঞ্জ নিতে ভয় পাচ্ছি। আমরা জয়ের জন্যই খেলবো। আমাদের বিশ্বমানের স্পিনার আছে, যা ভারতের ব্যাটিং বিপর্যয় ঘটাতে যথেষ্ট।’

বিজ্ঞাপন

আফগান সিরিজে ভারতীয় থাকছেন না বিরাট কোহলি, এমন খবরই শোনা গেছে। তবে কোহলির বিপক্ষে খেলা বেশ উপভোগ্যই হতো বলে মনে করছেন স্তানিকজাই, ‘কোহলি থাকুক কিংবা না থাকুক, নিজেদের মাটিতে ভারত সবসময়ই শক্তিশালী। কোহলি অনেক বড় মাপের একজন খেলোয়াড়, তাই তার বিপক্ষে খেলাও বেশ উপভোগ্য হতো।’

রশীদ খান, মুজিব জাদরান এবং অলরাউন্ডার মোহাম্মদ নবী আফগানিস্তানের অন্যতম স্পিনার। দলের অন্যতম স্পিন তারকা রশীদ খান খেলছেন আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে। অন্যদিকে জহির খান, কাইস আহমেদও এগিয়ে নিচ্ছেন নিজেদেরকে।

তবে স্পিনারদের সঙ্গে সঙ্গে পেসারদের নিয়েও বেশ পরিকল্পনা করছেন স্তানিকজাই, ‘আমরা স্পিনারদের নিয়ে শক্ত অবস্থানে আছি, এতে কোনো সন্দেহ নেই। তবে ডানহাতি পেসার দৌলত জাদরান এবং বাঁহাতি পেসার শাপুর জাদরানও আমাদের দলের অন্যতম বোলিং অস্ত্র।’

বিজ্ঞাপন

টি-টোয়েন্টি এবং ওয়ানডেতে নিজেদের অবস্থান তৈরি করার পর এবার টেস্টেও ভালো অবস্থান তৈরি করতে চাইবে আফগানিস্তান। ভারতের বিপক্ষে তাই প্রথম টেস্টকে চ্যালেঞ্জ হিসেবেই নিচ্ছে দলটি।

 

সারাবাংলা/এসএন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন