September 30, 2023 | 11:59 pm
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
মানিকগঞ্জ: এক চিকিৎসক তার সাত বছর রয়সী শিশুপুত্রকে বিষ খাওয়ানোর পর সে নিজেও বিষ পানে আত্মহত্যার চেষ্টা করেছে। তবে বিষ খাওয়ানোর পর একমাত্র পুত্র রসু মন্ডল (৭) মারা গেলেও ডা. মিতা সরকারের (৩৫)অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শনিবার (৩০ সেপ্টেম্বর) সকালে মানিকগঞ্জ শহরের গঙ্গাধরপট্টি এলাকায় ঘটনাটি ঘটে। দুপুরে বিষয়টি নিশ্চিত করেন মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. সাহরিন গীতা।
তিনি জানান, ডা. মিতা সরকারের শিশুপুত্র রসু মন্ডলকে সকালে মৃত্য অবস্থায়ই হাসপাতালে আনা হয়। এছাড়া মুমূর্ষু অবস্থায় ডা. মিতার সরকারকে আনা হলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
মিতা সরকার মানিকগঞ্জের ট্রমা সেন্টার নামের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত আছেন। দাম্পত্য কলহের জেরেই এই ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে।
নিহত শিশুটির দাদা ডা. রঞ্জিত কুমার মন্ডল অভিযোগ করে জানান, তার ছেলে ডা. রঞ্জন কুমার মন্ডলের সঙ্গে ডা. মিতা সরকারের দাম্পত্য কলহের কারণে ডিভোর্স হয়ে যায়। এর পর থেকে মিতা সরকার তার সাত বছরের ছেলেকে নিয়ে শহরের গঙ্গাধরপট্টি এলাকার খান মজিলিস টাওয়ারে একটি পৃথক বাসায় ভাড়া থাকতো। শনিবার সকাল সাড়ে আট টার দিকে তিনি ওই বাসার গৃহ পরিচারিকার মাধ্যমে খবর পান তার নাতিকে বিষপান করে হত্যার পর মিতা নিজেও বিষপানে হত্যার চেষ্টা চালায়।
ডা. রঞ্জিত মন্ডলের অভিযোগ, ওই হাসপাতালের খণ্ডকালীন অ্যানেসথেসিয়ার ডা. অর্ঘ্য চন্দ্র সরকারের সঙ্গে ডা. মিতা সরকারের বিয়ের কথা চলছে। তবে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্মরত ডা. অর্ঘ্য চন্দ্র সরকার বিয়ের বিষয়টি অস্বীকার করে জানান, ডা. মিতা তার একজন ভালো বন্ধু। তবে মিতা তাকে পছন্দ করতেন।
এ ব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রউফ সরকার জানান, এ ঘটনায় থানায় কেউ কোনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সারাবাংলা/পিটিএম