বিজ্ঞাপন

স্পেনে নাইট ক্লাবে আগুন, নিহত ১১

October 1, 2023 | 6:21 pm

আন্তর্জাতিক ডেস্ক

স্পেনের দক্ষিণ-পূর্বাঞ্চলের শহর মুরসিয়ায় একটি নাইট ক্লাবে অগ্নিকাণ্ডে অন্তত ১১ জন নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

রোববার (১ অক্টোবর) স্থানীয় সময় ভোর ৬টায় দেশটির আটালায়াস এলাকার জনপ্রিয় টিয়েটার নাইট ক্লাবে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে।

কর্তৃপক্ষ জানিয়েছে, মৃতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

মুরসিয়ার মেয়র হোসে ব্যালেস্তা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, আটালায়াস নাইট ক্লাবে নিহতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে।

বিজ্ঞাপন

অগ্নিকাণ্ডকে ভয়াবহ উল্লেখ করে তিনি স্প্যানিশ টিভি চ্যানেলকে জানান, বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। উদ্ধারকারীরা তাদের খুঁজে বের করার চেষ্টা করছেন। তবে প্রাথমিকভাবে আগুনের কারণ জানা যায়নি।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইআ

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন