বিজ্ঞাপন

ধুনটে ধানের শীষের জয়

May 15, 2018 | 7:43 pm

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।

বিজ্ঞাপন

বগুড়া: জেলার ধুনট উপজেলার ভাণ্ডারবাড়ি ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী আতিকুল করিম আপেল জয় পেয়েছেন। ধানের শীষ প্রতীকে তিনি ৩ হাজার ৬৫৫ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গোলাম সারোয়ার নৌকা প্রতীকে ১ হাজার ১৬৬ ভোট পান।

উপজেলা নির্বাচন অফিসার শফিকুর রহমান আকন্দ জানান, ভাণ্ডারবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৯টি কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ হয়। ইউনিয়নের মোট ১৪ হাজার ৩০২ জন ভোটারের মধ্যে ৮ হাজার ৫২০ জন ভোট দিয়েছেন। এরমধ্যে ৭০ ভোট বাতিল হয়েছে।

নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী আতিকুল করিম আপেল (ধানের শীষ) ৩ হাজার ৬৫৫ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এছাড়া আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গোলাম সারোয়ার নৌকা প্রতীকে ১ হাজার ১৬৬ ভোট, বিএনপি’র বিদ্রোহী প্রার্থী বেলাল হোসেন বাবু মোটরসাইকেল প্রতীকে ৩ হাজার ২৯৯ ভোট, আনোয়ারুল হক ইকবাল আনারস প্রতীকে ৮ ভোট ও স্বতন্ত্র প্রার্থী মোসাদ্দেক হাসান রাসেল ঘোড়া প্রতীকে ৩৯২ ভোট পেয়েছেন।

বিজ্ঞাপন

এর মধ্যে আনোয়ারুল হক ইকবাল প্রতীক বরাদ্দ পাওয়ার পর বিএনপি’র প্রার্থীকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সড়ে দাঁড়িয়েছিলেন। নির্বাচনে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি, র‌্যাব, পুলিশ ও আনছারবাহিনী দায়িত্ব পালন করে।

উল্লেখ্য, ভাণ্ডারবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলাল হোসেন শ্যামল তালুকদার গত ১৯ জানুয়ারি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে চেয়ারম্যান পদটি শুণ্য হওয়ায় নির্বাচন কমিশন গত ১৬ এপ্রিল উপ-নির্বাচনের তফশিল ঘোষণা করে।

সারাবাংলা/এমও/

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন