বিজ্ঞাপন

বঙ্গবন্ধু মেডিকেলে রাত্রিকালীন সেবা চালু

December 18, 2017 | 8:41 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

সার্বক্ষণিক চিকিৎসা কার্যক্রম যথাযথভাবে নিশ্চিত করতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে রাত্রিকালীন রাউন্ড চালু হয়েছে। প্রতিদিন রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত এই রাউন্ড দেয়া হচ্ছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান।

সোমবার নিউরোসার্জারি বিভাগের প্রাক্তন চেয়ারম্যান অধ্যাপক ডা. এম আফজাল হোসেনের অবসর গ্রহণ উপলক্ষে আয়োজিত বিদায়ী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এ কথা বলেন। এ সময় তিনি আরও জানান, রাত্রিকালীন মনিটরিং অফিসও চালু করা হয়েছে বিশ্ববিদ্যালয়ে।

বিদায়ী অধ্যাপক ডা. এম আফজাল হোসেনের সম্পর্কে বলতে গিয়ে উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান বলেন, ‘বাংলাদেশের নিউরোসার্জারির বিকাশ ও নিউরোসার্জন তৈরিতে অধ্যাপক ডা. এম আফজাল হোসেনের অসামান্য অবদান রয়েছে, তিনি সমগ্র জীবন আদর্শ ও সততা নিয়ে চলেছেন।’

বিজ্ঞাপন

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সার্জারি অনুষদের ডিন ও নিউরো সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের বিভন্ন বিভাগের চিকিৎসকরা।

সারাবাংলা/জেএ/এমআই

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন