বিজ্ঞাপন

ঢাকায় পৌঁছেছেন তুরস্কের প্রধানমন্ত্রী

December 18, 2017 | 11:13 pm

 সারাবাংলা ডেস্ক

বিজ্ঞাপন

ঢাকা: তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম এখন ঢাকায়। সোমবার রাত ৮টা ৪৫ মিনিটে একটি তার্কিশ এয়ারক্রাফটে তিনি ও তার সফরসঙ্গীদের নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী বিমানবন্দরে তাকে স্বাগত জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে বিনালি ইলদিরিম এ সফরে আসেন।

এ সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে মিলিত হবেন তিনি। বৈঠকে রোহিঙ্গা ইস্যুর পাশাপাশি দ্বিক্ষীয় বাণিজ্য এবং বিনিয়োগ বিষয় নিয়েও আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।

বিজ্ঞাপন

এছাড়া সফরকালে রোহিঙ্গা শরণার্থী শিবিরে গিয়ে বর্তমান পরিস্থিতি সম্পর্কে খোঁজ-খবর নেবেন তুরস্কের প্রধানমন্ত্রী।পাশাপাশি তুরস্কের ত্রাণ কার্যক্রমও প্রত্যক্ষ করবেন।

সংশ্লিষ্টরা বলছেন, তুরস্কের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরে দুই দেশের ভ্রাতৃত্বপূর্ণ ও বন্ধুত্বপূর্ণ সর্ম্পক বৃদ্ধি পাবে। সফরে রোহিঙ্গা সঙ্কটসহ আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হবে।

সারাবাংলা/টিএম

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন