বিজ্ঞাপন

গুম নয়, অনেকে স্বেচ্ছায় আত্মগোপন করেন: স্বরাষ্ট্রমন্ত্রী

May 17, 2018 | 7:31 pm

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: স্বেচ্ছায় আত্মগোপনে যাওয়া অনেক ঘটনাকেই গুম হিসেবে চালিয়ে দেওয়া হয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

তিনি বলেন, ‘অনেকেই গুম হয়ে গেছে বলে খবর পাওয়া যায়। কিন্তু আমরা দেখেছি, এর অধিকাংশ ঘটনাই গুম নয়। অনেকেই নিজেদের ব্যবসায়িক লেনদেন বা অনেক সময় হৃদয়ঘটিত কারণেও আত্মগোপন করে থাকেন। এগুলোকেই অনেকে গুম হিসেবে বলে থাকেন।’

বৃহস্পতিবার (১৭ মে) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রতিবন্ধিতা ও ঝুঁকি হ্রাস সংক্রান্ত আন্তর্জাতিক সেমিনার শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।

বিজ্ঞাপন

রমজান মাস ও ঈদের সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার সব প্রস্তুতি সরকারের আছে বলে জানান আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেন, ‘রোজার একমাস ও ঈদের আনন্দের জন্য সবাই অপেক্ষা করে থাকে। এ সময় ব্যবসায়ীরা যেন শান্তিতে ব্যবসা করতে পারেন, খুন-রাহাজানি-জুলুম যেন না হয়, তা নিশ্চিত করতে সর্বাত্মক প্রস্তুতি রয়েছে।’

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনয়র সচিব মো. মেজাম্মেল হক খানের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা সচিব শাহ কামাল, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক আলী আহমেদ খান ও আমর্ড ফোর্সেস বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার আজিজুল বার চৌধুরী।

মোজাম্মেল হক খান বলেন, বাংলাদেশে ১৬ লাখ স্কাউট রয়েছে। এদের প্রশিক্ষণ দেওয়া প্রয়োজন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৩২ হাজার সদস্য রয়েছে। অন্যান্য স্বেচ্ছাসেবক সংস্থাও রয়েছে। সবাইকে একসঙ্গে নিয়ে সমন্বিতভাবে কাজ করতে হবে। দুর্যোগের সময় প্রতিবন্ধীদের দিকে অন্যদের বিশেষভাবে নজর দিতে হবে।’

বিজ্ঞাপন

আজিজুল বার চৌধুরী বলেন, ‘আগে আমাদের উদ্ধার যন্ত্রপাতির স্বল্পতা ছিল। রানা প্লাজা ধ্বসের ঘটনা আমাদের সচেতন করেছে। এখন অনেক উদ্ধার যন্ত্রপাতি রয়েছে। আরো যন্ত্রপাতির কিনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

আলী আহমেদ খান বলেন, ‘ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স যেকোনো দুর্যোগে সবসময় সবার কাছে চলে যায়। দুর্যোগকালীন প্রতিবন্ধীদের ঝুঁকির বিষয়টি সবাইকেই মনে রাখতে হবে।’

শাহ কামাল বলেন, ‘স্কাউটরা সবসময় প্রস্তুত। রানা প্লাজা দুঘর্টনার সময় লাশ দাফন পর্যন্ত সব কাজে সেনাবাহিনী ও অন্যান্য বাহিনীর সঙ্গে কাজ করেছে স্কাউটরা। এখন পর্যন্ত আড়াই হাজার স্কাউটকে দুর্যোগ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে বাকিদেরও প্রশিক্ষণের আওতায় নিয়ে আসা হবে।’ এ সময় দুর্যোগ মোকাবিলায় এরই মধ্যে নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথাও উল্লেখ করেন তিনি।

সারাবাংলা/জেজে/টিআর

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন