বিজ্ঞাপন

জাদুঘরের বাজেট অপ্রতুল, বরাদ্দ বাড়ানো উচিত: ইনু

May 18, 2018 | 7:07 pm

।। ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাবি: জাতীয় জাদুঘরের জন্য বর্তমানে যে বাজেট আছে, তা অপ্রতুল। এ বরাদ্দ আগামী বাজেটে বাড়ানো উচিত বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। শুক্রবার (১৮ মে) বিকালে শাহবাগের জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে আন্তর্জাতিক জাদুঘর দিবসে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী ইনু বলেন, ‘আসন্ন বাজেটে জাতীয় জাদুঘরের জন্য বরাদ্দ বাড়ানো উচিত। এই বিষয়টি আমি সংসদে তুলে ধরার চেষ্টা করবো। আমরা যেসব সংকটের মধ্যে রয়েছি, তা নিরসনের জন্য জাদুঘরের কোনো বিকল্প নেই। সঠিক ইতিহাসচর্চা বাংলাদেশকে এগিয়ে নিতে সাহায্য করবে।’

সেমিনারে সভাপতির বক্তব্যে বিশিষ্ট ইতিহাসবিদ মুনতাসীর মামুন বলেন, ‘জাদুঘর একটি জাতির ইতিহাস-ঐতিহ্যের সংরক্ষণাগার। জাদুঘরে এলে ইতিহাসের বিভিন্ন উপাদান চোখে দেখে জ্ঞানার্জন করা যায়। জাতীয় জাদুঘরের প্রতিষ্ঠাতা নলিনীকান্ত ভট্টশালী আমার বন্ধু ছিলেন। এটা আমার জন্য সত্যিই গর্বের বিষয়।’

বিজ্ঞাপন

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশিষ্ট লেখক ও গবেষক অধ্যাপক ড. আব্দুল মমিন চৌধুরী, জাতীয় জাদুঘরের সাবেক মহাপরিচালক ড. এনামুল হক। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন লেখক ও গবেষক আলী ইমাম।

সারাবাংলা/টিআর/এমও

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন