বিজ্ঞাপন

খোয়াই নদীর পানি বিপদসীমার উপরে, আতঙ্কিত শহরবাসী

May 18, 2018 | 8:02 pm

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

হবিগঞ্জ: হবিগঞ্জ শহর ঘেঁষে বয়ে যাওয়া খোয়াই নদীর পানি বিপদ সীমার ১৫০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে হুমকির সম্মুখীন হয়ে পড়েছে হবিগঞ্জ শহর রক্ষা বাঁধ। পানি বৃদ্ধির কারণে শহরবাসীকে সতর্ক থাকারও আহ্বান জানানো হয়েছে।

গত কয়েকদিন হবিগঞ্জে তেমন বৃষ্টিপাত না হলেও হঠাৎ করে বিকেল থেকে খোয়াই নদীর পানি বাড়তে থাকে। সন্ধ্যা ৭টার দিকে নদীর পানি বিপদসীমার ১৫০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। দু’পাড়ের ফসলি জমি ও গাছপালা তলিয়ে গিয়ে খোয়াই নদীতে এখন প্রবল স্রোত বইছে। এতে করে আতঙ্কিত হয়ে পড়ে শহরবাসী।

হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তাওহিদুল ইসলাম জানান, গত কয়েকদিন ধরে ভারতে প্রবল বর্ষণ হচ্ছে। ভারতের এই বৃষ্টির পানি খোয়াই নদীতে নেমে নদীতে প্লাবন সৃষ্টি করেছে। সন্ধ্যা সাতটা পর্যন্ত খোয়াই নদীর পানি বিপদসীমার ১৫০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

বিজ্ঞাপন

তিনি বলেন জরুরি দুর্যোগ মাকাবিলায় প্রশাসন ব্যাপক প্রস্তুতি নিয়েছে। খোয়াই নদীর কোন স্থানে লিকেজ সৃষ্টি হলে তাৎক্ষণিকভাবে বালির বস্তা ফেলে মেরামত করা হবে বলে জানান এ কর্মকর্তা।

সারাবাংলা/এমএইচ

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন