বিজ্ঞাপন

গাজায় সাড়ে ৫ হাজার শিশু নিহত

November 20, 2023 | 9:13 pm

আন্তর্জাতিক ডেস্ক

দেড় মাস ধরে লাগাতার ইসরাইলি হামলায় ফিলিস্তিনি নিহতের সংখ্যা লাফিয়ে বাড়ছে। গাজা উপত্যকায় হামাসের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহতের সংখ্যা ১৩ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে সাড়ে পাঁচ হাজারই শিশু।

বিজ্ঞাপন

গাজার ২৩ লাখ জনসংখ্যার বড় অংশই শিশু। ইসরাইলি হামলায় গাজা উপত্যকা ‘হাজারো শিশুদের কবরস্থানে পরিণত হয়েছে’ বলে জানিয়েছে ইউনিসেফ।

সেভ দ্য চিলড্রেন জানিয়েছে, ২০১৯ সালের পর বিশ্বব্যাপী সকল সংঘাতে যত শিশু নিহত হয়েছিল, গাজা উপত্যকায় দেড় মাসে তার চেয়ে বেশি শিশু প্রাণ হারিয়েছে।

গাজা কর্তৃপক্ষ জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে আরও ১৮০০ শিশু নিখোঁজ রয়েছে, যাদের অধিকাংশই মৃত বলে ধারণা করা হচ্ছে। আরও ৯ হাজার শিশু আহত হয়েছে। আহতদের অনেকেই আজীবনের জন্য পঙ্গু হয়ে গেছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/আইই

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন