ফাইল ছবি
November 20, 2023 | 10:35 pm
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
নওগাঁ: নওগাঁয় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মামুনুর রশিদ মামুন (৩১) নামে একজন নিহত হয়েছেন।
সোমবার (২০ নভেম্বর) রাতে নওগাঁ সদর উপজেলার বক্তারপুর এলাকায় এ ঘটনা ঘটে।
মামুন প্রাণ কোম্পানিতে চাকরি করতেন। তিনি নওগাঁ সদর উপজেলার মাতাসাগর গ্রামের জুয়েল হোসেনের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রাণ কোম্পানিতে কর্মরত মামুন মার্কেট থেকে টাকা উত্তোলন করে নওগাঁ সদরে ফেরার পথে বক্তারপুর এলাকায় দুর্বৃত্তরা তার পথরোধ করে। এসময় দুর্বৃত্তরা মামুনের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে টাকা নিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় আশপাশের লোকজন তাকে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়সাল বিন আহসান বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
সারাবাংলা/এনইউ