November 21, 2023 | 7:21 pm
স্পেশাল করেসপন্ডেন্ট
ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্য আতাউর রহমান ঢালীকে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র্যাব-২) সদস্যরা আটক করে নিয়ে গেছেন বলে অভিযোগ করেছে বিএনপি।
বিএনপি চেয়ারপারসনের প্রেসউইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার এক বার্তায় জানান, মোহাম্মদপুর থানার বসিলা এলাকার বাসা থেকে মঙ্গলবার দুপুর ২টার দিকে র্যাব সদস্যরা ঢালীকে আটক করে নিয়ে যান।
গত ২৮ অক্টোবরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ ঘিরে সংঘর্ষের ঘটনায় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের নামে ৩০টিরও বেশি মামলা করে পুলিশ। এর কয়েকটিতে আসামি ছিলেন আতাউর রহমান ঢালী।
১৯৮০ সালের ১৬ ডিসেম্বর বিপ্লবী ছাত্র মৈত্রী গঠন করা হলে প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নির্বাচিত হন ঢালি। পরে তিনি বাংলাদেশের ওয়ার্কার্স পার্টিতে যোগ দেন, দলটির কেন্দ্রীয় কমিটিতেও ছিলেন। ২০১৬ সালে তিনি বিএনপিতে যোগ দিয়েছিলেন।
সারাবাংলা/এজেড/টিআর