Thursday 01 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চ্যাম্পিয়নস লিগের শেষ ১৬তে কে কার মুখোমুখি

স্পোর্টস ডেস্ক
১৮ ডিসেম্বর ২০২৩ ২০:০৮ | আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৩ ২০:১২

গ্রুপ পর্বের বাধা পেরিয়ে শেষ ১৬তে উঠেছে ইউরোপের সেরা ক্লাবগুলো। চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডে কে কার মুখোমুখি হবে সে নিয়েই ছিল জল্পনা কল্পনা। আজকে সুইজারল্যান্ডের লিওনে অনুষ্ঠিত হয়ে গেলো চ্যাম্পিয়নস লিগের শেষ ১৬ এর ড্র। চলুন দেখে নেওয়া যাক নকআউট পর্বের এই রাউন্ডে কে কার মুখোমুখি হচ্ছে।

চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডে আর্সেনাল মুখোমুখি হবে পোর্তোর, বার্সেলোনার প্রতিপক্ষ নাপোলি। পিএসজি মুখোমুখি হবে রিয়াল সোসিয়েদাদের, ইন্টার মিলানের বিপক্ষে লড়বে অ্যাটলেটিকো মাদ্রিদ। পিএসভি লড়বে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে, লাৎসিও মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখের। চ্যাম্পিয়নস লিগের সবচেয়ে সফল দল রিয়াল মাদ্রিদ মুখোমুখি হবে লাইপজিগের। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি লড়বে কোপেনহেগেনের বিপক্ষে।

বিজ্ঞাপন

প্রথম লেগের খেলা অনুষ্ঠিত হবে আগামী বছরের ১৩ ও ১৪ ফেব্রুয়ারি। ফিরতি লেগের খেলা হবে ৫ ও ৬ মার্চ।

সারাবাংলা/এফএম

চ্যাম্পিয়নস লিগ ড্র ফুটবল শেষ ১৬

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর