Monday 14 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভোটারের নিরাপত্তায় যা যা দরকার সব করব: র‌্যাব ডিজি

স্পেশাল করেসপন্ডেন্ট
৩১ ডিসেম্বর ২০২৩ ১৯:১০

চট্টগ্রাম ব্যুরো: ভোটে বাধা দিলে কঠোরভাবে দমন করা হবে বলে জানিয়ে র‌্যাব মহাপরিচালক এম খুরশীদ হোসেন বলেছেন, ‘ভোটারদের নিরাপত্তার স্বার্থে যা যা করা দরকার সবকিছুই র‌্যাব করবে।’

রোববার (৩১ ডিসেম্বর) নগরীর পতেঙ্গায় র‌্যাব-৭ সদর দফতরে দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি একথা বলেন।

র‌্যাব মহাপরিচালক বলেন, ‘সাংবিধানিকভাবে একজন মানুষের ভোট দেওয়ার অধিকার আছে। যদি কেউ মনে করে সে ভোট দেবে না, তাহলে দেবে না… সেটা তার বিষয়। যদি কেউ ভোট দিতে চায়, তাকে বাধা দেওয়ার অধিকার কারো নেই। সে ভোট দেবে, যদি কেউ বাধা দিতে চায় আমরা আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যরা তাদের কঠোর হস্তে দমন করব। কে এমপি হবে, না হবে সেটা আমাদের দেখার বিষয় না। আমাদের দায়িত্ব হচ্ছে সুষ্ঠু সুন্দরভাবে নির্বাচন হবে সেটা নিশ্চিত করা। যারা ভোট দিতে যাবে তাদের নিরাপত্তা দেওয়া।’

নির্বাচনে নাশকতার কোনো সুযোগ নেই জানিয়ে খুরশীদ হোসেন বলেন, ‘আমাদের কাছে সন্ত্রাসীরা শুধু সন্ত্রাসী, দলীয় কোন পরিচয়ে নেই। নির্বাচনে শুধু অবৈধ অস্ত্র না, কেউ যদি বৈধ অস্ত্রের অবৈধ ব্যবহার করে তাদেরও আমরা ধরব।

৭ জানুয়ারি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে জানিয়ে র‌্যাব মহাপরিচালক আরও বলেন, ‘স্ট্রাইকিং ফোর্স হিসেবে যারা কাজ করবে, তাদের মধ্যে সমন্বয় থাকবে। আরেকটা বিষয় বাস্তবতা হচ্ছে, একটা আসনে যতগুলো কেন্দ্র রয়েছে, তত স্ট্রাইকিং ফোর্স তো আর নেই। আমরা টহলে থাকব। কোথাও ক্রাইসিস হলে সেখানে আমরা দ্রুত যাব। সেক্ষেত্রে যাওয়ার যে সময় শুধু সেটাই লাগবে।’

বিজ্ঞাপন

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) কর্নেল মো. মাহবুব আলম, র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুবব আলম, ইন্টেলিজেন্স উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন।

সারাবাংলা/আরডি/এমও

ভোটারের নিরাপত্তা র‌্যাব ডিজি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর