বিজ্ঞাপন

‘ডানা দাও ঈশ্বর’

May 22, 2018 | 2:28 pm

অনিয়ন্ত্রিত যানবাহন চলাচলের কারণে  রাজধানী জুড়ে সারাক্ষণই লেগে থাকে তীব্র যানজট। গাড়িগুলোর গতি নেমে আসে ঘণ্টায় পাঁচ কিলোমিটারে। গন্তব্যে পৌঁছাতে পার হয়ে যায় ঘণ্টার পর ঘণ্টা। রমজান মাস আসলে একেবারেই যেন থেমে যায় যানবাহনের চাকা। ছবি তুলেছেন সারাবাংলার সিনিয়র ফটো করেসপন্ডেন্ট হাবিবুর রহমান।

বিজ্ঞাপন

মানুষ আর যানবাহন মিলেমিশে চলাচল করে প্রধান সড়ক জুড়ে। নেই কোনো নিয়ন্ত্রণ।

মরুঝড়ের কবলে পড়া উটপাখির মতো মাথাগুজে বসে থাকে চারদিক থেকে মুখোমুখি হওয়া গাড়ি ও মানুষগুলো।

বিজ্ঞাপন

 

ফুটপাত দখল করে পার্ক করা হয় ক্ষমতাবানের গাড়ি। থেমে থাকা গণপরিবহণ ছেড়ে যাত্রীরা যে পায়ে হেঁটে গন্তব্যে যাবে, নেই সে উপায়।

বিজ্ঞাপন

এই পরিস্থিতিতে সাধারণ পথচারিদের ঈশ্বরের কাছে ডানা প্রার্থনা করে বসে থাকা ছাড়া আর কিছুই করার থাকে না।

 

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআই

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন