বিজ্ঞাপন

ব্র্যাডম্যানের পরেই এখন স্মিথ

December 19, 2017 | 4:03 pm

সারাবাংলা ডেস্ক

বিজ্ঞাপন

সবশেষ প্রকাশিত আইসিসির টেস্ট র‌্যাংকিংয়ে শীর্ষে অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ। ক্যারিয়ার সেরা রেটিংয়ে স্মিথের অর্জন ৯৪৫ পয়েন্ট। টেস্টের ইতিহাসে সর্বোচ্চ রেটিংধারী ব্যাটসম্যান আর কেউ নন, ইতিহাসের সেরা ডন ব্র্যাডম্যান। তার ক্যারিয়ার সেরা রেটিং ছিল ৯৬১।

বর্তমান অজি অধিনায়ক স্মিথের ওপরে সর্বোচ্চ রেটিং প্রাপ্ত ব্যাটসম্যানদের তালিকায় ব্র্যাডম্যান ছাড়া রয়েছেন ইংল্যান্ডের কিংবদন্তি লেন হাটন।

টেস্ট ক্যারিয়ারে সর্বোচ্চ ৯৬১ রেটিং পাওয়া ব্র্যাডম্যান এই কীর্তি স্পর্শ করেছিলেন সেই ১৯৪৮ সালে। ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের পর এই রেকর্ড রেটিং ছুঁয়েছিলেন তিনি। ১৯৫৪ সালে ব্র্যাডম্যানের কাছাকাছি যাওয়ার সৌভাগ্য হয় লেন হাটনের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ শেষে হাটন ক্যারিয়ার সেরা এবং টেস্ট ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ ৯৪৫ রেটিং ছুঁয়েছিলেন।

বিজ্ঞাপন

হাটনকে এবার স্পর্শ করেছেন স্টিভ স্মিথ। ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজের তৃতীয় ম্যাচ শেষে তিনি ছুঁয়েছেন হাটনকে। সবশেষ পার্থ টেস্টে ডাবল সেঞ্চুরি করেছিলেন তিনি। তার ২৩৯ রানের ইনিংসে স্মিথ উঠে এসেছেন নতুন এই উচ্চতায়।

সারাবাংলা/এমআরপি/১৯ ডিসেম্বর ২০১৭

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন