বিজ্ঞাপন

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো মা-মেয়ে-নানী

May 23, 2018 | 8:29 pm

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানীতে ইজিবাইক ও ট্রাকের সংঘর্ষে মা-মেয়ে এবং নানী মারা গেছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।

বুধবার (২৩ মে) দুপুর ২ টার দিকে কাশিয়ানী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের মাঝিগাতী নামকস্থানে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন-কাশিয়ানী উপজেলার জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা বেগম (৪৮), তার মেয়ে মাদারীপুর জেলার চর মুগুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক একামণি (২০) ও একামনির শিশুকন্যা মাইসা (৩)। একামনির স্বামী মিন্টু তালুকদার মাদারীপুর শহরের শকুনী লেক এলাকার বাসিন্দা।

বিজ্ঞাপন

নিহতের পরিবারের সদস্য মো. নাদিম হাসান সাংবাদিকদের জানান, তারা বাবার বাড়িতে বেড়ানোর উদ্দেশ্যে ইজিবাইকে করে মাঝিগাতি গ্রাম থেকে রওনা দেন। তাদের ইজিবাইকটি ঢাকা-খুলনা মহাসড়কের মাঝিগাতী এলাকায় পৌঁছালে ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে মুচড়ে রাস্তার খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সেলিনা বেগম ও মাইসা মারা যান।

এ বিষয়ে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান জানান, দুর্ঘটনায় মারাত্মক আহত হন শিক্ষিকার মেয়ে একামণি, ছেলে বিশাল ও ইজিবাইকের চালক কামরুল। তাদেরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা একামণিকে মৃত ঘোষণা করেন।

সারাবাংলা/এমআইএস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন