বিজ্ঞাপন

ব্যাংক কর্মকর্তা খুনের ঘটনায় মামলা

May 27, 2018 | 9:55 pm

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে ব্যাংক কর্মকর্তা সজল নন্দীকে খুনের ঘটনায় মামলা দায়ের হয়েছে। তবে মামলায় সুনির্দিষ্টভাবে কাউকে আসামি করা হয়নি।

রোববার (২৭ মে) সন্ধ্যায় সজলের বড় ভাই স্বপন নন্দী বাদি হয়ে নগরীর বন্দর থানায় মামলাটি দায়ের করেছেন।

এদিকে সজলের স্ত্রী এনজিও কর্মী রুমা নন্দীকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম।

বিজ্ঞাপন

ওসি সারাবাংলাকে বলেন, মামলায় সুনির্দিষ্টভাবে কাউকে আসামি করা হয়নি। আমরা তদন্ত করে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারের চেষ্টা করছি।

রোববার (২৭ মে) বেলা ১১ টার দিকে নগরীর বন্দর থানার মধ্যম হালিশহর এলাকায় বাসা থেকে সজল নন্দীর (৪৮) গলা কাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। সজল নগরীর সল্টগোলা এলাকায় রাষ্ট্রায়ত্ত রুপালী ব্যাংকের একটি শাখায় ক্যাশিয়ার পদে কর্মরত ছিলেন। এছাড়া তিনি বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত শিল্পী এবং সঙ্গীত শিক্ষক।

সারাবাংলা/আরডি/এমএইচ

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন