বিজ্ঞাপন

রাজধানীতে ভেঙে পড়েছে দেড় শতাধিক গাছ

May 27, 2024 | 10:24 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সৃষ্ট ঝড় ও বৃষ্টিতে রাজধানী ঢাকা শহরে ভেঙে পড়েছে দেড় শতাধিক গাছ। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন জানিয়েছে, এই এলাকায় কমপক্ষে পঞ্চাশটি গাছ উপড়ে গেছে বা ভেঙে পড়েছে। অন্যদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিভিন্ন এলাকায় উপড়ে গেছে বা ভেঙে পড়েছে শতাধিক গাছ।

বিজ্ঞাপন

কোনো কোনো গাছ রাস্তায় চলাচলকারী যানবাহনের ওপর পড়ে। কোনো গাছ ভেঙে পড়ে মেট্রো রেললাইনের ওপর। ফলে এ সব গণপরিবহন চলাচলে সাময়িক অসুবিধা তৈরি হয়। সোমবার বিকেল ৫টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মেট্রোরেল লাইনের ওপর গাছের ডাল পড়ায় মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

রোববার (২৬ মে) রাতে উপকূলে আঘাত হানার পর শক্তি হারিয়ে স্থল নিম্নচাপে পরিণত হয় ঘূর্ণিঝড় রেমাল। এর একটি অংশ ঢাকাসহ দেশের মধ্যাঞ্চলের ওপরে অবস্থান করছে। এর প্রভাবেই সোমবার ভোর থেকে ঢাকায় দমকা হাওয়া ও বৃষ্টি হচ্ছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, বিভিন্ন এলাকায় কমপক্ষে ৫০টি গাছ উপড়ে বা ভেঙে পড়েছে। বঙ্গবাজার প্রত্যাশা চত্বর, শিক্ষা ভবন থেকে দোয়েল চত্বরের দিকে যাওয়ার রাস্তায়, শহীদ মিনারের পূর্ব পাশ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু টাওয়ার সংলগ্ন (২টি), কাকরাইল মসজিদ সংলগ্ন (২টি), রমনা গেইট সংলগ্ন এলাকায় (২টি বড় গাছের ঢাল), আইজিপির বাসভবন ও হোটেল ইন্টারকন্টিনেন্টালের মধ্যবর্তী অংশে, সুধা সদন সংলগ্ন, ধানমন্ডি হ্রদের ডিঙি রেস্তোরাঁ সংলগ্ন, বাংলাদেশ মেডিকেল সংলগ্ন এলাকায় গাছপালা উপড়ে বা ভেঙে পড়ে।

বিজ্ঞাপন

সড়কে উপড়ে বা ভেঙে পড়া গাছ উদ্ধারে প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছিল দুই সিটি করপোরেশনই। সেই অনুযায়ী কোথাও এমন খবর পেলেই এসব গাছ সরিয়ে ফেলা হয়েছে। কোথাও বড় গাছ কাটতে ফায়ার সার্ভিসেরও সাহায্য নেওয়া হয়।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের গুলশান ১, বনানী, মহাখালী, উত্তরাসহ বিভিন্ন এলাকায় গাছ উপড়ে পড়ার কথা জানা গেছে। সিটি করপোরেশন জানিয়েছে, ডিএনসিসির ১০টি অঞ্চলের সড়কে উপড়ে পড়া বড় ও মাঝারি মিলিয়ে মোট ১০৮টি গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক রাখা হয়।

বিজ্ঞাপন

এ ছাড়া ঘূর্ণিঝড় রেমালের ফলে সৃষ্ট অতি ভারী বর্ষণের ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় জলাবদ্ধতা নিরসনে ডিএনসিসি’র ৫ হাজার ৩শ পরিচ্ছন্নতা কর্মী ও ১০টি কুইক রেসপন্স টিম কাজ করেছে। প্রতিটি কুইক রেসপন্স টিমে ১০জন করে মোট ১০০জন সদস্য কাজ করছে।

এছাড়াও ডিএনসিসির হটলাইন নম্বর ১৬১০৬ নম্বরে প্রাপ্ত তথ্য অনুযায়ী ৯৪টি স্পটের জমে থাকা পানি অপসারণ করা হয়েছে।

অন্যদিকে রেমালের প্রভাবজনিত বৃষ্টিপাতের ফলে ঢাকায় যে জলাবদ্ধতা নিরসনে ৯১টি টিম মাঠে নামানো হয়েছে। প্রতিটি টিমে পাঁচজন করে কর্মী কাজ করছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরএফ/একে

Tags: , , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন