বিজ্ঞাপন

টেরিবাজারে চোরাচালান বিরোধী অভিযানে বাধা, কোস্টগার্ডের গুলি

May 31, 2018 | 4:43 pm

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

চট্টগ্রাম ব্যুরো: মধ্যবিত্তের পোশাক মার্কেট হিসেবে পরিচিত চট্টগ্রাম নগরীর টেরিবাজার এলাকায় চোরাচালান বিরোধী টাস্কফোর্সের অভিযানে বাধা দিয়েছেন ব্যবসায়ীরা। এ সময় হামলার চেষ্টা হলে তাদের নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলিছোঁড়ে কোস্টগার্ডের সদস্যরা।

বৃহস্পতিবার (৩১ মে) দুপুরে এই ঘটনা ঘটে। অভিযানের সময় বন্ধ হয়ে যাওয়া দোকানপাট এখনও খোলেনি।

কয়েকটি দোকান থেকে অবৈধ পথে আনা বিপুল পরিমাণ ভারতীয় পোশাক জব্দ করার কথা জানিয়েছে র‌্যাব।
অভিযানে টাস্কফোর্সের যৌথ টিমে ছিল শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, র‌্যাব ও কোস্টগার্ডের যৌথ অভিযান দল।

বিজ্ঞাপন

বেলা ১২টার দিকে অভিযান শুরুর পর তারা সেখানকার ‘মনেরেখ’, ‘স্টারপ্লাস’ ও ‘মেগামার্ট’ নামের তিনটি দোকানে অভিযান চালায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মনে রেখ-দোকানটিতে অভিযানের সময় মালিকের সঙ্গে টাস্কফোর্সের সদস্যদের কথা কাটাকাটি হয়। পরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। টেরিবাজার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মাইকে বাজারের সব দোকান বন্ধ করার ঘোষণা দেয়া হয়। কয়েক শ দোকানের মালিক-কর্মচারীরা দোকান বন্ধ করে সড়কে অবস্থান নেন এবং বিক্ষোভ শুরু করেন। এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এরপর কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা যায় বলে স্থানীয়রা জানিয়েছেন।

বিজ্ঞাপন

অভিযানে অংশ নেওয়া র‌্যাব-৭-এর কর্মকর্তা লেফট্যানেন্ট কমান্ডার আশেকুর রহমান সারাবাংলাকে বলেন, ভুল বোঝাবুঝি থেকে উত্তেজনার সৃষ্টি হয়েছিল। তখন কোস্টগার্ড ফাঁকা গুলি ছুঁড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর টাস্কফোর্সের সদস্যরা চলে আসেন বলে জানান আশেকুর।

সারাবাংলা/আরডি/এমআই

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন