বিজ্ঞাপন

রিয়াল থেকে পদত্যাগ করলেন জিদান

May 31, 2018 | 5:21 pm

।। সারাবাংলা ডেস্ক ।।

বিজ্ঞাপন

চ্যাম্পিয়নস লিগ জয়ের আনন্দ শেষ হতে না হতেই স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের কোচের দায়িত্ব ছেড়ে দিলেন জিনেদিন জিদান। বৃহস্পতিবার (৩১ মে) এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন তিনি।

২০২০ সাল পর্যন্ত চুক্তিবদ্ধ ছিলেন জিদান। কিন্তু বৃহস্পতিবার হঠাৎ করেই সংবাদ সম্মেলন ডেকে এমন সিদ্ধান্ত জানান ফ্রান্সের সাবেক এই তারকা। সংবাদ সম্মেলনে রিয়াল সভাপতি ফ্লোরেন্টিনো পেরেজও তার সঙ্গে ছিলেন।

রিয়াল মাদ্রিদে খেলোয়াড় ও কোচ হিসেবে অনেক স্মৃতি জড়িয়ে আছে ৪৫ বছর বয়সী কোচ জিদানের। ক্লাব ছাড়ার ঘোষণা দিতে গিয়ে বললেন, ‘আগামী মৌসুমে রিয়াল মাদ্রিদে কোচের দায়িত্বে না থাকার সিদ্ধান্ত নিয়েছি। অদ্ভুত মনে হলেও সিদ্ধান্ত নেয়ার জন্য সময়টা গুরুত্বপূর্ণ। ক্লাবের জয়ের ধারা অব্যহত রাখতে হবে। সবার ভালোর জন্যই এখন পরিবর্তন দরকার।’

বিজ্ঞাপন

রিয়াল ছাড়ার কারণটা অবশ্য জানিয়ে দিয়েছেন জিদান, ‘এমন সিদ্ধান্তের পেছনে অনেক কারণ আছে। কোচিংয়ে আমি ক্লান্ত নই। কিন্তু তিন বছর পর দল ছাড়ার এটাই সময়… অন্য কোনো ক্লাবে যাওয়ার সিদ্ধান্ত এখনো নিইনি। আমি এই ক্লাবকে ভালোবাসি, ক্লাবের সভাপতিকেও ভালোবাসি। তিনি আমাকে খেলোয়াড় হিসেবে এখানে এনেছেন এবং কোচ হিসেবেও। আমি তার কাছে চিরকাল কৃতজ্ঞ থাকবো। কিন্তু আমাদেরকে বদলাতে হবে।’

জিদানের এমন সিদ্ধান্তে অবশ্য হতাশই হয়েছেন রিয়াল সভাপতি ফ্লোরেন্টিনো পেরেজ, ‘আজকের দিনটা আমার জন্য, ক্লাবের জন্য, খেলোয়াড় এবং ক্লাবের সবার জন্যই কষ্টের। এটা অপ্রত্যাশিত এক সিদ্ধান্ত।’

বিজ্ঞাপন

পছন্দের তালিকায় জিদানের জায়গা কোথায় তা অবশ্য বুঝিয়ে দিয়েছেন পেরেজ, ‘আমি তাকে খেলোয়াড় এবং কোচ হিসেবে অনেক পছন্দ করি এবং তাকে সবসময় আমার দলেই চাইবো। আমি তাকে বলবো, এই ক্লাব সবসময়ই তাকে স্বাগত জানাবে।’

রিয়াল মাদ্রিদের সাবেক ম্যানেজার রাফা বেনিটেজ বরখাস্ত হওয়ার পর ২০১৬ সালের জানুয়ারিতে রিয়ালের কোচের দায়িত্ব নেন জিদান। রিয়ালের দায়িত্ব নেয়ার পর তিন মৌসুমেই ক্লাবের সফলতা ধরে রেখেছেন তিনি। চ্যাম্পিয়নস লিগে হ্যাটট্রিক শিরোপা সহ একটি স্প্যানিশ লা লিগা, একটি স্প্যানিশ সুপার কাপ, দুটি উয়েফা সুপার কাপ ছাড়াও দুটি ফিফা ক্লাব বিশ্বকাপ শিরোপা জিতিয়েছেন এই কোচ। তার অধীনে তিন মৌসুমে সবমিলিয়ে ১৪৯ টি ম্যাচের মধ্যে ১০৪ টিতেই জয় পায় রিয়াল।

 

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন