বিজ্ঞাপন

বাই-এর আজীবন সদস্যপদ পেলেন হানিফ দম্পতি

December 20, 2017 | 6:59 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

বাংলাদেশ অ্যাসোসিয়েশান অব আমেরিকা (বাই )-এর বিজয় দিবসের আয়োজনে আজীবন সদস্য পদ পেলেন পিপল অ্যান্ড টেক এর সিইও আবু বকর হানিফ এবং ফারহানা হানিফ দম্পতি।

গত ১৭ ডিসেম্বর ভার্জিনিয়ায় এক অনুষ্ঠানে ড. ফাইযুল ইসলাম, শফি দেলোয়ার, রোজিনা আক্তার, ওয়াহেদ হুসাইনি, ড. সুলতান আহামেদ ও কামরুল খানকে আজীবন সদস্যপদ দেয়া হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে পিপল অ্যান্ড টেক ফাউন্ডেশনের পক্ষ থেকে বাই এর মাধ্যমে মেধাবি ছাত্রী আল শারকিয়াসহ ৩ জনকে ৪হাজার ডলার মূল্যমানের ফুল স্কলারশিপ প্রদান করা হয়।

আবু বকর হানিফ জানান, ‘পিপল অ্যান্ড টেক শুরু থেকে এ পর্যন্ত অনেক মেধাবি অসচ্ছল শিক্ষর্থীদের সাহায্য করে যাচ্ছে এবং ভবিষ্যতেও করবে।’

বিজ্ঞাপন

শিক্ষার মাধ্যমে পিপল অ্যান্ড টেক কমিনিউনিটিতে ইতিবাচক পরিবর্তন আনতে চায় বলে জানান আবু বকর হানিফ।

এছাড়া বিজয় দিবসের অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের চেতনায় নাটক, গান ও কবিতা পরিবেশন করা হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআই

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন