বিজ্ঞাপন

বাজেট ব্যবসা ও বিনিয়োগবান্ধব: চট্টগ্রাম চেম্বার

June 7, 2018 | 9:07 pm

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

চট্টগ্রাম ব্যুরো: আগামী অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটকে ব্যবসা ও বিনিয়োগবান্ধব বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মাহবুবুল আলম। তবে করমুক্ত ব্যক্তিগত আয়ের সীমা বাড়ানো প্রয়োজন বলে জানিয়েছেন তিনি।

বাজেট ঘোষণার পর বৃহস্পতিবার (৭ জুন) বিকেলে গণমাধ্যমে পাঠানো প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।

মাহবুবুল আলম বলেন, ‘ব্যাংকিং ও আর্থিক প্রতিষ্ঠানে করপোরেট করের হার ২.৫০ শতাংশ হ্রাস করা হয়েছে যা ইতিবাচক। তৈরি পোষাক উৎপাদনে ও রপ্তানিতে করদাতার করের হার ১৫ শতাংশ, পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে ১২.৫ শতাংশ এবং সবুজ কারখানার ক্ষেত্রে ১২ শতাংশ নির্ধারণ এ খাতের উন্নয়নে ভূমিকা রাখবে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘জনপ্রশাসনের পর শিক্ষা ও প্রযুক্তি খাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে যা দক্ষ মানবসম্পদ উন্নয়নে ভূমিকা রাখবে। গৃহনির্মাণে ঋণ প্রদান, নারী উদ্যোক্তা তহবিল ও নারী উন্নয়নে বিশেষ তহবিলের জন্য বরাদ্দ রাখা হয়েছে যা অন্তর্ভূক্তিমূলক প্রবৃদ্ধি অর্জনে সহায়ক হবে। ’

চেম্বার সভাপতি বলেন, ‘দেশে মোবাইল সেট তৈরিতে ভ্যাট অব্যাহতি এবং কম্পিউটার যন্ত্রপাতি ও উপকরণ আমদানির ক্ষেত্রে রেয়াতি সুবিধা তথ্যপ্রযুক্তির বিকাশে সহায়ক হবে। একইভাবে মোটর সাইকেল, রেফ্রিজারেটর, এয়ারকন্ডিশনার তৈরির ক্ষেত্রে ভ্যাট অব্যাহতি সুবিধা দেওয়া উচিৎ।’

তিনি আরও বলেন, ‘সিরামিকের বাথটাব, শাওয়ার আমদানিতে সম্পূরক শুল্ক ৩০ শতাংশ করায় দেশীয় শিল্প উৎসাহিত হবে। ঔষধ শিল্পের রাসায়নিক উপকরণের জন্য শুল্ক রেয়াত, টেক্সটাইল শিল্পে কাঁচামালে শুল্ক মওকুফ এবং ফিল্ড মিল্ক পাউডার আমদানিতে শুল্ক ১০ শতাংম হ্রাস করা জনবান্ধব ও ব্যবসাবান্ধব।’ তবে মূল্যস্ফীতি বিবেচনা করে করমুক্ত আয়সীমা তিন লাখ টাকা করা উচিৎ বলে মনে করেন চেম্বার সভাপতি।

বিজ্ঞাপন

এছাড়া ঢাকা-চট্টগ্রাম হাইওয়ে ৮ লেইন করা ও এলিভেটেড এক্সপ্রেসওয়েসহ চট্টগ্রামের সাথে দেশের অন্যান্য অঞ্চলের কন্টেইনারবাহী রেল যোগাযোগের উন্নয়নে আলাদা বাজেট বরাদ্দের দাবি জানান চেম্বার সভাপতি।

সারাবাংলা/আরডি/এমও

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন