বিজ্ঞাপন

‘৭০ টাকায়’ বাজেটকে স্বাগতম (ভিডিও)

June 9, 2018 | 5:52 pm

।। স্টাফ করেসপনডেন্ট।।

বিজ্ঞাপন

ঢাকা: ‘আমরা রাস্তায় ঘুমাই, ফুটপাতে। তখন একজন মুরব্বি (মানববন্ধনের আয়োজক) কইলো কিছুক্ষণ এইখানে খাড়ায়া থাকলে টাকা দিবো। প্রথমে ৫০ টেকা দিবো কইছিলো, রাজি হই নাই। পরে দরদাম কইর‌্যা সত্তুরে আইসা ঠেকসি।’ শনিবার দুপুরে (৯ জুন) ২০১৮-১৯ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেওয়া এক বাস্তুহারা এসব কথা বলেন।

‘বাংলাদেশ বামফ্রন্ট (মার্কসবাদী)’ নামে একটি সংগঠন প্রেসক্লাবের সামনে ‘২০১৮-১৯ অর্থ বর্ষের যুগোপযোগী বাজেট প্রণয়ন করায় বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী ও মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন’ শীর্ষক এ মানববন্ধনের আয়োজন করে। দলের প্রধান ড. এম এ সামাদের নেতৃত্বে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

মানববন্ধনে লাল পতাকা নিয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ছিলেন অনেকেই। তাদের কয়েকজনের সঙ্গে কথা হয় সারাবাংলা প্রতিবেদকের। দলীয় পরিচয় জানতে চাওয়া হলে তখন অংশগ্রহণকারীরা বলেন, ‘আমরা রোডে ঘুমাই, দলীয় পরিচয় কই পামু। আমরা রাজনীতি বুঝি না। একজন কইলো কিছুক্ষণ এইখানে খাড়ায়া থাকলে ৭০ টাকা দিবো। তাই আইছি।’

সাহাদাত নামে একজন বলেন, ‘আমরা ফুটপাতে ঘুমাই। ৭০ টাকা দিবো, একবেলা-দুইবেলা খাইতে পারুম তাই, আর কিছু না।’ এসময় আরও তথ্য জানতে চাইলে সে বলে, ‘আমি আর কিছু জানি না। মুরব্বি জানে।’

মানববন্ধনে বামফ্রন্টের চেয়ারম্যান এম এ সামাদ বলেন, ‘এবার স্মরণকালের শ্রেষ্ঠ বাজেট ঘোষণা করেছে সরকার। যা স্মরণীয় হয়ে থাকবে ও দেশের উন্নয়নের চিহ্ন বহন করবে। এমন বড় অঙ্কের বাজেট পেশ করায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে ধন্যবাদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এসও/এমও

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন