বিজ্ঞাপন

আর্জেন্টিনার সম্ভাবনা কতটুকু এ বিশ্বকাপে?

June 10, 2018 | 11:00 pm

লিওনেল মেসির সম্ভাব্য শেষ বিশ্বকাপ এটা। সবাই চাইবে মেসিকে বিশ্বকাপ উপহার দিতে। তবে, বিশ্বকাপে যেমন প্রতিদ্বিন্দ্বিতামূলক দল প্রয়োজন আমি বলবো আর্জেন্টিনা তেমন দল গড়তে পারেনি। মেসিকে সাপোর্ট করার মতো সে রকম ভালো খেলোয়াড়ের সমস্যাটা আছেই। আর্জেন্টিনার মধ্যভাগ ও রক্ষণভাগে বড় পরীক্ষা হবে এবার। এদিকে লানজিনি ছিটকে গেছে ইনজুরির কারণে, এটা একটা বড় ধাক্কা। এভার বানেগার ছোট্ট একটা চোট আছে।

বিজ্ঞাপন

তাছাড়া মেসির পর আলবিলেস্তেদের সবচেয়ে নির্ভরযোগ্য খেলোয়াড় ছিল সার্জিও রোমেরো। সেও ছিটকে গেছে বিশ্বকাপ থেকে। বিশ্বকাপ জিততে হলে আর্জেন্টিনাকে বেস্ট ফুটবলটাই খেলতে হবে। গত বিশ্বকাপে মেসি যেমন ফুটবল খেলেছে তেমন খেলতে হবে। বার্সার মেসি হতে হবে! যদিও আর্জেন্টিনার জার্সিতে মেসির অবদান অনস্বীকার্য। হয়তো সে বিশ্বকাপ বা কোপা আমেরিকা জিততে পারেনি দেখে অনেকে প্রশ্ন তুলে তার অবদান নিয়ে। তবে, তাকে এ বিশ্বকাপে তার সেরাটাই দিতে হবে।

সবার সাপোর্ট লাগবে এ বিশ্বকাপে। ফাইনালে যেতে হলে আর্জেন্টিনার স্কোয়াডে যারা আছে তাদের সবাইকে ভালো করতে হবে এ বিশ্বকাপে। যদি গ্রুপের দিকে তাকাই। এ গ্রুপে নাইজেরিয়া, ক্রোয়েশিয়া ও আইসল্যান্ড আছে। তিনটা দলই খুব স্ট্রং দল। তাদের সঙ্গে বেস্ট ফুটবল না খেলবে সেকেন্ড রাউন্ডে ওঠা কঠিন হতে পারে। তবে মেসির মতো খেলোয়াড় যেহেতু আছে সেহেতু আর্জেন্টিনাকে ফেভারিটদের মধ্যে রাখতে পারি।

শক্তির দিক: মেসির মতো বিশ্বসেরা ফুটবলার আছে। তাদের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট এটা। সেজন্য আর্জেন্টিনা বিশ্বকাপের স্বপ্ন দেখে। সার্জিও এগুয়েরো, গঞ্জালো হিগুইন, ডি মারিয়া, এভার বানেগা, ওটামেন্ডি, মাসচেরানো, বিগিলার মতো অভিজ্ঞ ফুটবলার আছে। যাদের বিশ্বকাপে খেলার অভিজ্ঞতা আছে। কিছু তরুণ ফুটবলার যেমন দিবালার মতো বিশ্বসেরা তরুণ খেলোয়াড়ও আছে। যারা যেকোনো সময় খেলা খুড়িয়ে দেওয়ার সামর্থ্য রাখে। প্যাভন-লোসেলসোর মতো তরুণ খেলোয়াড় আছে। তারা খেলার মধ্যে গতি আনতে পারে।

বিজ্ঞাপন

দুর্বল দিক: মেসির পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় রোমেরো নেই এবার। বাকি গোলকিপাররা কিভাবে পারফর্ম করবে সেটা দেখার বিষয়। তাছাড়া প্রস্তুতির জন্য মাত্র একটি ম্যাচ পেয়েছে আর্জেন্টিনা। লানজিনির মতো ফুটবলার ছিটকে গেল। সেটা ভোগাতে পারে। বানেগাও চোট পেয়ে হয়তো প্রথম ম্যাচে খেলতে পারবে না। তার জায়গা রিজার্ভে মধ্যভাগের শক্তিশালী ফুটবলারের ঘাটতি আছে আর্জেন্টিনার। তাছাড়া দলের নম্বর নাইনের যে দায়িত্ব সেটাতে একটু দুর্বলতা আছে আলবিলেস্তেদের। গঞ্জালো হিগুইন আশানুরূপ পারফরমেন্স করতে পারে না যেমনটা সে ক্লাবের হয়ে খেলে। তাছাড়া সার্জিও এগুয়েরোরও জাতীয় দলে সেভাবে পারফর্ফেন্স নেই।

দিবালাকে নিয়ে খেলতে হবে সাম্পাওলিকে: লানজিনি যেহেতু দলে নেই। তার জায়গায় বেস্ট ইলাভেনে দিবালাকে কাজে লাগাতে পারে কোচ সাম্পাওলি। মেসি বা দিবালাকে দিয়ে ফলস নাইন খেলাতে পারে। দু’জনেরই গোল করার ক্ষমতা দারুণ। তবে, মেসিকে নিচে নামিয়েও খেলানো যেতে পারে। দু’জনের কম্বিনেশন আনতে পারলে আর্জেন্টিনা আরও বেশি ক্ষুরধার হবে।

জাহিদ হাসান এমিলি, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন