বিজ্ঞাপন

চট্টগ্রামকে ম্যাচে ফেরালেন রনি-রানা

December 21, 2017 | 5:42 pm

স্টাফ করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

প্রথম দিনে নিজেদের মাঠে সিলেটের বোলাররা খাবি খাইয়েছিল চট্টগ্রামকে। জাতীয় লিগে আজ দ্বিতীয় দিনে উল্টো সেই সিলেটই চাপে। দ্বিতীয় ইনিংসে এর মধ্যেই ২৬৭ রানে এগিয়ে গেছে চট্টগ্রাম, এখনো হাতে আছে পাঁচ উইকেট। পাঁচ উইকেট নিয়ে আজ আলো ছড়িয়েছেন ইফতেখার সাজ্জাদ রনি। তিন উইকেট নিয়েছেন মেহেদী হাসান রানা।

কাল চট্টগ্রামকে ২১৫ রানে অলআউট করার পর ৫৪ রান তুলতেই ৩ উইকেট হারিয়েছিল সিলেট। আজ আরও ২০ রান করার পর ফিরে যান সায়েম। এরপর থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সিলেট। আগের দিন রনি পেয়েছিলেন এক উইকেট, আজ পেয়েছেন আরও চার উইকেট। শেষ পর্যন্ত মাত্র ১৩৭ রানেই অলআউট হয়ে যায় সিলেট, শেষ ৫ উইকেট হারিয়েছে মাত্র ৩১ রানে।

আটে নেমে আবুল হাসান ২৭ রান না করলে আরও কমেই অলআউট হয়ে যেতে পারত সিলেট। ৪৩ রান দিয়ে ৫ উইকেট পেয়েছেন চট্টগ্রামের অফ স্পিনার ইরফান সাজ্জাদ রনি, ক্যারিয়ারে এ নিয়ে চতুর্থবার পেলেন পাঁচ উইকেট। ৩০ রান দিয়ে মেহেদী হাসান রানা পেয়েছেন ৩ উইকেট।

বিজ্ঞাপন

দ্বিতীয় ইনিংসে চট্টগ্রামকে ভালো একটা শুরু এনে দিয়েছিলেন দুই ওপেনার সাদিকুর রহমান ও জসিম উদ্দিন। ৯২ রান যোগ করার পর ভেঙে যায় দুজনের উদ্বোধনী জুটি। তিনে নেমে আরও একবার ব্যর্থ মুমিনুল হক, প্রথম ইনিংসে ৯ রান করার পর আজ আউট হয়ে গেছেন ২০ রান করে।

পরে ফিরে গেছেন তাসামুল ও সাজ্জাদুলও। তবে প্রথম ইনিংসে ব্যাট হাতে চট্টগ্রামের হাল ধরে রাখা ইয়াসির এখনো ক্রিজে আছেন, ২৬৭ রানের লিডটা যতটা দ্রুত সম্ভব বাড়িয়েই নিতে চাইবেন।

সারাবাংলা/এএম/২১ ডিসেম্বর, ২০১৭

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন